সত্যজিৎ রায়ের পুরস্কৃত চলচ্চিত্রের তালিকা

♣ সত্যজিৎ রায়ের পুরস্কৃত ছবির তালিকা ♣
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

         সত্যজিৎ রায়ের আগে পর্যন্ত ভারতীয় সিনেমা একঘেয়েমির ক্লান্তিতে ডুবেছিল। নর্তকী, মাতাল, ভাঁড়ামির প্রাধান্য ছিল। সেই অসুস্থ সময়ের মধ্যে থেকেও সত্যজিৎ প্রমাণ করেছেন, কামনা-বাসনা, হতাশা-যন্ত্রণা, আর জৈবিক ক্ষুধার ভেতর দিয়েও জীবনের গভীর তলদেশ ছুঁয়ে যাওয়া যায়। বিশিষ্ট অভিনেত্রী মাধবী চক্রবর্তী বলেছেন, 'একজন সফল চিত্রকার উনি। একজন জেনুইন শিল্পী। যিনি কখনও ব্যবসার কথা ভেবে ছবি তৈরি করেননি।'

        পৃথিবীর বিভিন্ন দেশে ও মহাদেশে সত্যজিতের ছবি যেভাবে ভারতের মহিমা প্রচার করেছে তা কোন রাজনৈতিক নেতা বা রাষ্ট্রদূতের পক্ষে সম্ভব হয়েছে বলে মনে হয় না। দেশ-বিদেশে তাঁর ছবি যেভাবে পুরস্কৃত ও সম্মানিত হয়েছে তা পৃথিবীর খুব কম চিত্র-পরিচালকের ভাগ্যে জুটেছে। তাঁর পুরস্কৃত ছবির তালিকা থেকেই তা উপলব্ধি করা যায় :-

১) 'পথের পাঁচালী' (১৯৫৫) : রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্যপদক, ভারত। শ্রেষ্ঠ মানবিক দলিল, কান, ১৯৫৬। ডিপ্লোমা অফ্ মেরিট, এডিনবার্গ, ১৯৫৬। গোল্ডেন কারবাও, ম্যানিলা, ১৯৫৬। নষ্ট ছবি ও পরিচালনা, সানফ্রান্সিস্কো, ১৯৫৭। সেলজনিক গোল্ডেন লরেল, বার্লিন, ১৯৫৭। শ্রেষ্ঠ ছবি, ভ্যাঙ্কুবার, কানাজ, ১৯৫৮। সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ স্টাটফোর্ড, কানাডা, ১৯৫৮। শ্রেষ্ঠ বিদেশি ছবি, আফ্রো আর্টস থিয়েটার, নিউইয়র্ক, ১৯৫৯। অপুত্রয়ীর প্রতিটির জন্য উইংটন পুরস্কার, লন্ডন, ১৯৬০। শ্রেষ্ঠ অ-ইউরোপীয় ছবি হিসেবে বদিল পুরস্কার, ডেনমার্ক, ১৯৬৬। শ্রেষ্ঠ বিদেশি ছবি, কিনিমা জামপো পুরস্কার, টোকিও, ১৯৬৬।

২) 'অপরাজিত' (১৯৫৬) : গোল্ডেন লায়ন অফ্ সেন্ট মার্ক, ভেনিস, ১৯৫৭। সিনেমা ন্যুভো, ভেনিস, ১৯৫৭। সমালোচকদের পুরস্কার, ভেনিস, ১৯৫৭। সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ ছবি ও পরিচালনা, সানফ্রান্সিস্কো, ১৯৫৮। শ্রেষ্ঠ বিদেশি ছবির জন্য গোল্ডেন লরেন, আমেরিকা, ১৯৫৮। সেলজনিক গোল্ডেন লরেন, বার্লিন, ১৯৬০। অপু ত্রয়ীর প্রতিটির জন্য উইংটন পুরস্কার, লন্ডন, ১৯৬০। শ্রেষ্ঠ অ-ইউরোপীয় ছবির জন্য বদিল পুরস্কার, ডেনমার্ক, ১৯৬৭।

৩) 'জলসাঘর' (১৯৫৮) : রাষ্ট্রপতির রৌপ্যপদক, ভারত, ১৯৫৮। সঙ্গীতের জন্য রৌপ্যপদক, মস্কো, ১৯৫৯।

৪) 'অপুর সংসার' (১৯৫৯) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৫৯। শ্রেষ্ঠ চৌলিক এবং আবেগ প্রবণ ছবি হিসেবে সাদারল্যান্ড পুরস্কার, লন্ডন, ১৯৬০। ডিপ্লোমা অফ্ মেরিট, এডিনবার্গ, ১৯৬০। শ্রেষ্ঠ বিদেশি ছবি, ন্যাশনাল বোর্ড অফ্ রিভিউ অফ্ মোশন পিকচারস, আমেরিকা, ১৯৬০। অপু ত্রয়ীর প্রতিটির জন্য উইংটন পুরস্কার, লন্ডন, ১৯৬০।

৫) 'দেবী' (১৯৬০) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৬০।

৬) 'তিনকন্যা' (১৯৬১) : সমাপ্তি চরিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক, ভারত, ১৯৬১। সমাপ্তি চরিত্র ও পোস্টমাস্টারদের জন্য মেলবোর্ন ট্রফি, মেলবোর্ন, ১৯৬২। সেলজনিক গোল্ডেন লরন, বার্লিন, ১৯৬৩।

৭) 'অভিযান' (১৯৬২) : রাষ্ট্রপতির রৌপ্যপদক, ভারত, ১৯৬২।

৮) 'মহানগর' (১৯৬৩) : সার্টিফিকেট অফ্ মেরিট, ভারত, ১৯৬৩। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে রৌপ্য ভালুক, বার্লিন, ১৯৬৪।

৯) 'চারুলতা' (১৯৬৪) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৬৪। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে রৌপ্য ভালুক, বার্লিন, ১৯৬৫। ক্যাথলিক পুরস্কার, বার্লিন, ১৯৬৫। শ্রেষ্ঠ ছবি, আদাপুলকে, মেক্সিকো, ১৯৬৫।

১০) 'নায়ক' (১৯৬৬) : রাষ্ট্রপতির রৌপ্যপদক, ভারত, ১৯৬৬। রাষ্ট্রপতির পুরস্কার, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও কাহিনি, ভারত, ১৯৬৬। বিশেষ জুরি পুরস্কার, বার্লিন, ১৯৬৬। ইউনিক্রিট সমালোচকদের দেওয়া পুরস্কার, বার্লিন, ১৯৬৬।

১১) 'চিড়িয়াখানা' (১৯৬৭) : শ্রেষ্ঠ পরিচালক, ভারত, ১৯৬৭।

১২) 'গুপী গাইন বাঘা বাইন' (১৯৬৯) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৬৯। রাষ্ট্রপতির রৌপ্যপদক, শ্রেষ্ঠ পরিচালক, ভারত, ১৯৬৯। শ্রেষ্ঠ পরিচালক, সিলভার ক্রস পুরস্কার, অ্যাডিলেড, ১৯৬৯। শ্রেষ্ঠ মৌলিক ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক, অকল্যান্ড, ১৯৬৯। মেরিট অ্যাওয়ার্ড, টোকিও, ১৯৭০। শ্রেষ্ঠ ছবি, মেলবোর্ন, ১৯৭০।

১৩) 'প্রতিদ্বন্দ্বী' (১৯৭০) : রাষ্ট্রপতির রৌপ্যপদক, ভারত, ১৯৭০। দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি, ভারত, ১৯৭০। বিশেষ পুরস্কার, ভারত, ১৯৭০।

১৪) 'সীমাবদ্ধ' (১৯৭১) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৭২। এফ. আই. পি. আর ইস...সি...আই পুরস্কার, ভেনিস, ১৯৭২।

১৫) 'অশনি সংকেত' (১৯৭৩) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৭৩। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, ভারত, ১৯৭৩। গোল্ডেন গুগো, সিকাগো, ১৯৭৩। শ্রেষ্ঠ ছবির জন্য স্বর্ণ ভালুক, বার্লিন, ১৯৭৪।

১৬) 'সোনার কেল্লা' (১৯৭৪) : রাষ্ট্রপতির রৌপ্যপদক, ভারত, ১৯৭৪। শ্রেষ্ঠ চিত্রনাট্য, ভারত, ১৯৭৪। শ্রেষ্ঠ ছবি, পশ্চিমবঙ্গ সরকার, ১৯৭৪। শ্রেষ্ঠ পরিচালক, পশ্চিমবঙ্গ সরকার, ১৯৭৪। শিশু ও কিশোরদের জন্য শ্রেষ্ঠ কাহিনি চিত্র, তেহরান, ১৯৭৫।

১৭) 'জন অরণ্য' (১৯৭৫) : শ্রেষ্ঠ পরিচালক, ভারত, ১৯৭৫। শ্রেষ্ঠ ছবি, পশ্চিমবঙ্গ সরকার, ১৯৭৫। শ্রেষ্ঠ পরিচালক, পশ্চিমবঙ্গ সরকার, ১৯৭৫। শ্রেষ্ঠ চিত্রনাট্য, পশ্চিমবঙ্গ সরকার, ১৯৭৫। কালোভি ভ্যারি পুরস্কার, ১৯৭৬।

১৮) 'শতরঞ্চ কে খিলাড়ি' (১৯৭৭) : শ্রেষ্ঠ হিন্দি ছবি, ভারত, ১৯৭৭।

১৯) 'জয় বাবা ফেলুনাথ' (১৯৭৮) : শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র, ভারত, ১৯৭৮। গোল্ডেন হুগো, শিকাগো, ১৯৭৯। বিশেষ পুরস্কার, সাইপ্রাস, ১৯৮০।

২০) 'হীরক রাজার দেশে' (১৯৮০) : রাষ্ট্রপতির পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, ভারত, ১৯৮০।

২১) 'গণশত্রু' (১৯৮৯) : শ্রেষ্ঠ বাংলা ছবি, ভারত, ১৯৮৯।

* এই বিখ্যাত চলচ্চিত্রগুলি ছাড়াও তিনি তাঁর বিখ্যাত তথ্যচিত্রের জন্যও পুরস্কৃত হয়েছেন। সেই পুরস্কৃত তথ্যচিত্রগুলি হল :-

১) 'রবীন্দ্রনাথ' (১৯৬১) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৬১। শ্রেষ্ঠ তথ্যচিত্র, সোকানো, ১৯৬১।

২) 'দ্য ইনার আই' (১৯৭২) : রাষ্ট্রপতির স্বর্ণপদক, ভারত, ১৯৭২।

        এই পুরস্কার তালিকা থেকেই বুঝে নেওয়া যায় যে সত্যজিৎ রায় ভারতের সংস্কৃতি ঐতিহ্যকে পৃথিবীর বুকে কতখানি বড় করে তুলে ধরেছেন। খ্যাতিমান বিদেশি পরিচালকেরা সত্যজিতের ছবি দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন, বহু বিশিষ্ট মানুষ ব্যয় করতে পারেন তাঁদের অমূল্য সময়।

★আলোচক : সৌম্য মাইতি 
(ইঞ্জিনিয়ারিং ছাত্র, কিংসটন কলেজ, মেছেদা, পূর্ব মেদিনীপুর)

★ অ্যাডমিন -- সাকসেস বাংলা★


Share this