কয়েকটি উপন্যাস ও তার চরিত্র


           ♦কয়েকটি উপন্যাস ও তার চরিত্র♦

        ★:বঙ্কিম উপন্যাস চরিত্র:★

(১)"দুর্গেশনন্দিনী":-- বিমলা, আয়েসা, তিলোত্তমা,জগৎসিংহ, ওসমান।

(২)"কপালকুণ্ডলা":- কপালকুন্ডলা, মতিবিবি, নবকুমার, কাপালিক, শ্যামা।

(৩)"মৃণালিণী":- হেমচন্দ্র, মৃণালিনী,পশুপতি, মনোরমা,গিরীজা।

(৪)"বিষবৃক্ষ":- কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী, হীরা, কমলমনি।

(৫)"যুগলাঙ্গুরীয়":- হিরন্ময়ী, পুরন্দর।

(৬)"চন্দ্রশেখর":- চন্দ্রশেখর, প্রতাপ, শৈবলিনী, লরেন্স ফস্টর।

(৭)"ইন্দিরা":- ইন্দিরা,সুভাসিনী।

(৮)"রজনী":- রজনী, অমরনাথ, শচীন্দ্রনাথ, লবঙ্গলতা।

(৯)"কৃষ্ণকান্তের উইল":- গোবিন্দলাল, ভ্রমর, রোহিনী, মাধবীনাথ

(১০)" রাজসিংহ":- চঞ্চলকুমারী, নির্মলকুমারী, মোবারক, রাজসিংহ, মানিকলাল।

(১১)" আনন্দমঠ":- ভবানন্দ, শান্তা, কল্যানী, জীবানন্দ,মহেন্দ্র, সত্যানন্দ।

(১২)"দেবী চৌধুরানী":- ভবানী পাঠক, রঙ্গরাজ, ব্রজেশ্বর প্রফুল্ল।

(১৩)"সীতারাম":- সীতারাম, শ্রী, নন্দা রমা জয়ন্তী।



         ★রবীন্দ্র উপন্যাসের চরিত্র★

(১) বউ ঠাকুরাণীর হাট:-  বিভা, প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বসন্তরায়।

(২)রাজর্ষি:- হাসি, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দমানিক্য, তাতা,গুনবতী, নক্ষত্ররায়।

(৩)চোখের বালি:- বিনোদিনী, আশালতা, মহেন্দ্র, রাজলক্ষ্মী, বিহারী, অন্নপূর্ণা।

(৪)নৌকাডুবি:- রমেশ, কমলা, হেমনলিনী, নলিনাক্ষ,  সুশীলা।

(৫)গোরা:- সুচরিতা, ললিতা, গোরা, আনন্দময়ী, বিনয়, হারাণ,পরেশবাবু,কৃষ্ণদয়ালবাবু।

(৬)ঘরে বাইরে:-  বিমলা, নিখিলেষ, সন্দীপ,অমূল্য,চন্দ্রনাথবাবু,মেজরানী

(৭)চতুরঙ্গ:- দামিনী,ননীবালা, শচীশ, শ্রীবিলাস, লীলানন্দ স্বামী, জেঠামশায়।

(৮)যোগাযোগ:- মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস,অবিনাশ ঘোষাল, আনন্দ ঘোষাল।

(৯)শেষের কবিতা:- লাবণ্য, অমিত, শোভনলাল, কেটী মিত্র(কেতকী মিত্র)।

(১০) দুই বোন:-শর্মিলা, উর্মিমালা, নীরদ, শশাঙ্ক।


(১১) মালঞ্চ:-  নীরজা, অাদিত্য, সরলা।

(১২)চার অধ্যায়:--এলা, অতীন্দ্র, ইন্দ্রনাথ, কানাইগুপ্ত।


         ★শরৎ উপন্যাস চরিত্র★


(১)"শ্রীকান্ত"- শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদাদিদি,নিরুদিদি, বজ্রানন্দ, অভয়া, নতুনদা, কমললতা।

(২) "চরিত্রহীন":- সাবিত্রী, সতীশ, কিরণময়ী,সুরবালা,উপেন্দ্র, সতী, দিবাকর,সরোজনী।

(৩) "দেবদাস":- দেবদাস, পারো, চন্দ্রমুখী, চুনিলাল।

(৪)"পল্লীসমাজ":- রমা, রমেশ,বেণীঘোষাল,বিশ্বেশ্বরী।

(৫)"দত্তা":- বিজয়,নরেন, রাসবিহারী,জীবানন্দ, ষোড়শী, হৈম।

(৬)"শেষপ্রশ্ন":- কমল, অজিত, আশুবাবু।

(৭)"পথের দাবী":- সব্যসাচী, ভারতী, অপূর্ব।

(৮)"গৃহদাহ":- মহিম, অচলা, সুরেশ, মৃণাল।

(৯)"বড়দিদি":- মাধবী, সুরেন্দ্রনাথ।

(১০)" পরিণীতা":- শেখর, ললিতা।

(১১)" পন্ডিতমশায়":- বৃন্দাবন, কুসুম।

(১২) "শেষের পরিচয়":- সবিতা, রমণীবাবু,বিমলবাবু, ব্রজবাবু।

(১৩) "বিপ্রদাস":- বিপ্রদাস, দ্বিজদাস



         ★তারাশঙ্করেরর উপন্যাসের কিছু চরিত্র★

" হাঁসুলিবাকের উপকথা":-
বনোয়ারী,করালী,বাবাঠাকুর, কালারুদ্র, সুচাঁদ।

"কালিন্দী":- অহীন্দ্র,বিমল,ইন্দ্র,উমা,মহীন্দ্র, রামেশ্বর, সুনীতি,সারি।

"রাইকমল":- কমলিনী,রঞ্জন।

"কবি":- নিতাই কবিয়াল।

"আগুন":- চন্দ্রনাথ, হীরু।

"দুইপুরুষ":- নুটুবিহারী।

"ধাত্রীদেবতা":- শিবনাথ, পিসিমা,গৌরি, সুশীল,জ্যোতির্ময়ী, শৈলজা।

"গনদেবতা":- দেবুপন্ডিত,ছিরুলাল, পদ্মা,শ্রীহরিপাল, দুর্গা।

"রাধা":- মাধবানন্দ,কৃষ্ণাদাসী।

"আরোগ্য নিকেতন":- জীবনমশায়,প্রদ্যোৎ,বিপিনবাবু, দাঁতুঘোষাল,শশাঙ্ক, মতিকামারের মা,বনবিহারী, মঞ্জু।

"পঞ্চগ্রাম":- দেবুঘোষ, আমিন, সুধীর,বিলু, দ্বারকা চৌধুরী।

"সপ্তপদী":-  কৃষ্ণেন্দু(কালাচাঁদ গুপ্ত), রিনা ব্রাউন, জন ক্লেটন।

"গন্নাবেগম":-- আকবর, আদিল, গন্নাবেগম।

"নাগিনী কন্যার নাগিনী":- শবলা,পিঙ্গলা,নাগুঠাকুর।

      *বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়*

(১)"পথের পাঁচালী":- দুর্গা, সর্বজয়া,অপু, হরিহর,ইন্দিরা ঠাকরুণ।

(২)"অপরাজিত":- অপূর্ব রায়,সর্বজয়া, অপর্ণা, কাজল।

(৩)"আরণ্যক":- সত্যচরণ,পাটোয়ারী,রাজু পাঁড়ে,যুগলপ্রসাদ,বনোয়ারী, ভানুমতী।

(৪)"চাঁদের পাহাড়":- শঙ্কর,আলভারেজ,ডিয়েগো,তিরুমল।

(৫)"আদর্শ হিন্দু হোটেল":- হাজারী,বেচু চক্কত্তি,পদ্মা,ঠাকুর,কুসুম,অতসী।

(৬)"দৃষ্টিপ্রদীপ":- জিতু,মালতী,জ্যাঠামশাই, সীতা,জ্যাঠাইমা।

(৭)"ইছামতী":- ভবানী বাঁড়ুজ্যে,রাজারাম রায়,তিলু, নীলু,গয়ামেম, রামকানাই কবিরাজ।

(৮)"দেবযান"- যতীন, পুষ্প, আশা।

                ★রমেশচন্দ্র দত্ত★

(১)"বঙ্গবিজেতা":-  টোডরমল্ল, ইন্দ্রনাথ,নগেন্দ্রনাথ,বিমলা,সতীশচন্দ্র,সরলা,অমলা, মহাশ্বেতা,উপেন্দ্রনাথ, কমলা।

(২)"মাধবীকঙ্কন":- নরেন্দ্রনাথ, শ্রীশ,হেমলতা,সুজা,শাহজাহান, জোলেখা।

(৩)"মহারাষ্ট্র জীবনপ্রভাত":- রঘুনাথ, চন্দ্ররাও,জীজাবাঈ, শিবাজী।

(৪)"রাজপুত জীবনসন্ধ্যা":- প্রতাপসিংহ, রাণাসিংহ,তেজসিংহ,দুর্জয়সিংহ, অমল।

(৫)"সংসার":- বিন্দু,উমা, তারা,হেমচন্দ্র।

(৬)"সমাজ":- সুশীলা, দেবীপ্রসাদ,তারিণী মল্লিক,কামিনীকান্ত মুখোপাধ্যায়।


★তথ্যসংগ্রহ--সুব্রত সরকার ★
( বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়)
★অ্যাডমিন সাকসেস বাংলা★
    

Share this