♦বেগম রোকেয়া♦
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) ।।
----------------------------------------------------------------------
রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে। তাঁর পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। তাঁর মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী।
১৮৯৮ সালে ১৮ বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। বিয়ের পর তিনি "বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন" নামে পরিচিত হন।
১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সাহিত্যজগতে তার অবদান রাখা শুরু হয়।
***** সমগ্র রচনার তালিকা :- ******
-----------------------------------------------------------
১. মতিচূর প্রথম খন্ড (১৩১৪বং) -
---------------------------------------
* পিপাসা (মহরম),
* স্ত্রীজাতির অবনতি,
* নিরীহ বাঙ্গালী,
* অর্ধাঙ্গী,
* সুগৃহিনী,
* গৃহ ।
২. মতিচূর দ্বিতীয় খন্ড (১৩২৮ বং) -
-------------------------------------------
* নূর ইসলাম,
* সৌরজগৎ ,
* সুলতানার স্বপ্ন,
*ডেলিশিয়া হত্যা,
* জ্ঞানফল,
* নারীসৃষ্টি,
* নার্স নেলী,
* শিশুপালন,
* মুক্তিফল,
* সৃষ্টিতত্ত্ব।
৩.অগ্রন্থিত প্রবন্ধসমূহঃ-
----------------------------------
* কূপমন্ডুকের হিমালয় দর্শন, ১৩১১
* রসনা পূজা, ১৩১১
* ঈদ সম্মীলন, ১৩১২
* নারী পূজা , ১৩১২
* আশাজ্যোতি , ১৩১৩
* মুসলমান কন্যার পুস্তক সমালোচনা , ১৩১৩
* দজ্জাল , ১৩১৪
* সিসেম ফাঁক , ১৩২৫
* চাষার দুঃখু , ১৩২৮
* এন্ডি শিল্প, ১৩২৮
* কাটামুন্ডু কথা কয়, ১৩৩২
* বঙ্গীয় নারী শিক্ষা সমিতি, ১৩৩৩
* লুকানো রতন, ১৩৩৪
* রানী ভিখারিনী , ১৩৩৫
* উন্নতির পথে, ১৩৩৩
* বেগম তরজীর সহিত সাক্ষাৎ , ১৩৩৩
* স্কুলের দেশে, ১৩৩৭
* বায়ুযানে পঞ্চাশ মাইল ,১৩৩৯
* কৌতুককণা , ১৩৩৯
* নারীর অধিকার। ১৩৬৪
৪. পদ্মরাগ (উপন্যাস) - ১৩৩১ বং।
৫. অবরোধ বাসিনী (১৩৩৮) - মাতা রাহাতন্নেসা সাবেবা চৌধুরানীকে উৎসর্গীত।
৬. ছোটগল্প ও রসরচনাঃ-
-------------------------------------
* ভ্রাতা ও ভগ্নী, ১৩১২
* প্রেম রহস্য, ১৩১৩
* তিন কুঁড়ে , ১৩৩৩
* পরী-ঢিবি, ১৩৩৩
* বলিগর্ত, ১৩৩৪
* পয়ত্রিশ মন খানা, ১৩৩৫
* বিয়ে পাগলা বুড়ো , ১৩৩৭
৭. কবিতাঃ-
------------------------------------
* বাসিফুল, ১৩১০
* শশধর, ১৩১১
* প্রভাতের শশী, ১৩১১
* পরিতৃপ্তি, ১৩১১
* নলিনী ও কুমুদ, ১৩১১
* স্বার্থপরতা, ১৩১১
* কাঞ্চঞ্জঙ্ঘা ১৩১১
* সওগাত, ১৩২৫
* প্রবাসী ববিন ও তাঁর জন্মভূমি , ১৩২৮
* আপিল, ১৩২৮
* নিরুপম বীর , ১৩২৯
৮. SULTANA'S DREAM (১৩২৯ বং) - আপাজান করিমুন্নেসাকে উৎসর্গীত।
৯. ইংরেজি প্রবন্ধঃ-
------------------------------------------------
* "GOD GIVES MAN ROBS", ১৩৩৪
* "EDUCATIONAL IDEAS FOR THE MODERN INDIAN GIRLS", ১৩৩৮
১০. বিভিন্ন চিঠিপত্র । ১৩৭২ বং ।
"বঙ্গের মহিলা কবিদের মধ্যে মিসেস আর,এস, হোসায়েনের নাম স্মরণীয়। বাঙ্গালাদেশের মুসলমান-নারী-প্রগতির ইতিহাস-লেখক এই নামটিকে কখনো ভুলিতে পারিবেন না। রোকেয়ার জ্ঞানপিপাসা ছিল অসীম। গভীর রাত্রিতে সকলে ঘুমাইলে চুপি চুপি বিছানা ছাড়িয়া বালিকা মোমবাতির আলোকে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে ইংরাজী ও বাংলায় পাঠ গ্রহণ করিতেন। পদে পদে গঞ্জনা সহিয়াও এভাবে দিনের পর দিন তাঁহার শিক্ষার দ্রুত উন্নতি হইতে লাগিল। কতখানি আগ্রহ ও একাগ্রতা থাকিলে মানুষ শিক্ষার জন্য এরূপ কঠোর সাধনা করিতে পারে তাহা ভাবিবার বিষয়।" ---- যোগেন্দ্রনাথ গুপ্ত (বঙ্গের মহিলা কবি) ।
♦তথ্যসংগ্রহ -- প্রীতম চক্রবর্তী ♦
(ছাত্র-বর্ধমান বিশ্ববিদ্যালয়,
চন্দননগর,হুগলি।)
♦অ্যাডমিন-- Success বাংলা গ্রুপ♦
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) ।।
----------------------------------------------------------------------
রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে। তাঁর পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। তাঁর মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী।
১৮৯৮ সালে ১৮ বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। বিয়ের পর তিনি "বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন" নামে পরিচিত হন।
১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্প লিখে সাহিত্যজগতে তার অবদান রাখা শুরু হয়।
***** সমগ্র রচনার তালিকা :- ******
-----------------------------------------------------------
১. মতিচূর প্রথম খন্ড (১৩১৪বং) -
---------------------------------------
* পিপাসা (মহরম),
* স্ত্রীজাতির অবনতি,
* নিরীহ বাঙ্গালী,
* অর্ধাঙ্গী,
* সুগৃহিনী,
* গৃহ ।
২. মতিচূর দ্বিতীয় খন্ড (১৩২৮ বং) -
-------------------------------------------
* নূর ইসলাম,
* সৌরজগৎ ,
* সুলতানার স্বপ্ন,
*ডেলিশিয়া হত্যা,
* জ্ঞানফল,
* নারীসৃষ্টি,
* নার্স নেলী,
* শিশুপালন,
* মুক্তিফল,
* সৃষ্টিতত্ত্ব।
৩.অগ্রন্থিত প্রবন্ধসমূহঃ-
----------------------------------
* কূপমন্ডুকের হিমালয় দর্শন, ১৩১১
* রসনা পূজা, ১৩১১
* ঈদ সম্মীলন, ১৩১২
* নারী পূজা , ১৩১২
* আশাজ্যোতি , ১৩১৩
* মুসলমান কন্যার পুস্তক সমালোচনা , ১৩১৩
* দজ্জাল , ১৩১৪
* সিসেম ফাঁক , ১৩২৫
* চাষার দুঃখু , ১৩২৮
* এন্ডি শিল্প, ১৩২৮
* কাটামুন্ডু কথা কয়, ১৩৩২
* বঙ্গীয় নারী শিক্ষা সমিতি, ১৩৩৩
* লুকানো রতন, ১৩৩৪
* রানী ভিখারিনী , ১৩৩৫
* উন্নতির পথে, ১৩৩৩
* বেগম তরজীর সহিত সাক্ষাৎ , ১৩৩৩
* স্কুলের দেশে, ১৩৩৭
* বায়ুযানে পঞ্চাশ মাইল ,১৩৩৯
* কৌতুককণা , ১৩৩৯
* নারীর অধিকার। ১৩৬৪
৪. পদ্মরাগ (উপন্যাস) - ১৩৩১ বং।
৫. অবরোধ বাসিনী (১৩৩৮) - মাতা রাহাতন্নেসা সাবেবা চৌধুরানীকে উৎসর্গীত।
৬. ছোটগল্প ও রসরচনাঃ-
-------------------------------------
* ভ্রাতা ও ভগ্নী, ১৩১২
* প্রেম রহস্য, ১৩১৩
* তিন কুঁড়ে , ১৩৩৩
* পরী-ঢিবি, ১৩৩৩
* বলিগর্ত, ১৩৩৪
* পয়ত্রিশ মন খানা, ১৩৩৫
* বিয়ে পাগলা বুড়ো , ১৩৩৭
৭. কবিতাঃ-
------------------------------------
* বাসিফুল, ১৩১০
* শশধর, ১৩১১
* প্রভাতের শশী, ১৩১১
* পরিতৃপ্তি, ১৩১১
* নলিনী ও কুমুদ, ১৩১১
* স্বার্থপরতা, ১৩১১
* কাঞ্চঞ্জঙ্ঘা ১৩১১
* সওগাত, ১৩২৫
* প্রবাসী ববিন ও তাঁর জন্মভূমি , ১৩২৮
* আপিল, ১৩২৮
* নিরুপম বীর , ১৩২৯
৮. SULTANA'S DREAM (১৩২৯ বং) - আপাজান করিমুন্নেসাকে উৎসর্গীত।
৯. ইংরেজি প্রবন্ধঃ-
------------------------------------------------
* "GOD GIVES MAN ROBS", ১৩৩৪
* "EDUCATIONAL IDEAS FOR THE MODERN INDIAN GIRLS", ১৩৩৮
১০. বিভিন্ন চিঠিপত্র । ১৩৭২ বং ।
"বঙ্গের মহিলা কবিদের মধ্যে মিসেস আর,এস, হোসায়েনের নাম স্মরণীয়। বাঙ্গালাদেশের মুসলমান-নারী-প্রগতির ইতিহাস-লেখক এই নামটিকে কখনো ভুলিতে পারিবেন না। রোকেয়ার জ্ঞানপিপাসা ছিল অসীম। গভীর রাত্রিতে সকলে ঘুমাইলে চুপি চুপি বিছানা ছাড়িয়া বালিকা মোমবাতির আলোকে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে ইংরাজী ও বাংলায় পাঠ গ্রহণ করিতেন। পদে পদে গঞ্জনা সহিয়াও এভাবে দিনের পর দিন তাঁহার শিক্ষার দ্রুত উন্নতি হইতে লাগিল। কতখানি আগ্রহ ও একাগ্রতা থাকিলে মানুষ শিক্ষার জন্য এরূপ কঠোর সাধনা করিতে পারে তাহা ভাবিবার বিষয়।" ---- যোগেন্দ্রনাথ গুপ্ত (বঙ্গের মহিলা কবি) ।
♦তথ্যসংগ্রহ -- প্রীতম চক্রবর্তী ♦
(ছাত্র-বর্ধমান বিশ্ববিদ্যালয়,
চন্দননগর,হুগলি।)
♦অ্যাডমিন-- Success বাংলা গ্রুপ♦