তারাশঙ্করের উপন্যাসের নাম ও নামান্তর



*তারাশঙ্করের উপন্যাসের নাম / নামান্তর :- 

১. চৈতালি ঘূর্ণি (১৯৩১) > "শ্মশানের পথে"।
২. নীলকন্ঠ (১৯৩৩) >  "যোগ-বিয়োগ"। উপাসনা পত্রিকা ।

৩. প্রেম ও প্রয়োজন (১৯৩৬) > "বেসাতী"। উপাসনা পত্রিকা।
৪. আগুন (১৯৩৭) >  " কালপুরুষ " । দেশ পত্রিকা।
৫. ধাত্রীদেবতা (১৯৩৯)  >  "জমিদারের মেয়ে" । বঙ্গশ্রী পত্রিকা।
৬. কালিন্দী (১৯৪০)  >  "ফল্গু"  । পরিচয় পত্রিকা।
৭. গণদেবতা (১৯৪৩)  >  "চন্ডীমন্ডপ"  । ভারতবর্ষ পত্রিকা।
৮. নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩)  > "শবলার কথা, পিঙ্গলার কথা"। সত্যযুগ পত্রিকা।
৯. সন্দীপন পাঠশালা (১৯৪৬)  >  "উদয়াস্ত" । কৃষক পত্রিকা।
১০. আরোগ্য নিকেতন (১৯৫৩)  >  "সঞ্জীবন ফার্মাসী" । শারদীয়া আনন্দ বাজার পত্রিকা।
১১. চাপাডাঙার বৌ  ( ১৯৫৫)  >  "বড় বৌ" । উপাসনা পত্রিকা।
১২. যোগভ্রষ্ট  (১৯৬০)  >  "যবণিকা" । উল্টোরথ পত্রিকা।
১৩. কান্না (১৯৬৩)  >  "অভিষেক" । নবকল্লোল পত্রিকা।
১৪. কালবৈশাখী ( ১৯৬৩)  >  "ঝড় ও ঝরাপাতা" ।
১৫. গুরুদক্ষিণা ( ১৯৬৬)  >  "হেডমাস্টার"  ।
তথ্যসংগ্রহে--সূর্য পোড়া ছাই
এডমিন সাকসেস বাংলা।।

Share this