রবীন্দ্র পুরস্কার



রবীন্দ্র পুরস্কার 

তথ্যসংগ্রহ -- রিক্ সরকার ও লোকাশিষ মাহাতো।।
    পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হল "রবীন্দ্র পুরস্কার" বা "রবীন্দ্র স্মৃতি পুরস্কার"।রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই পুরস্কারটি ১৯৫০ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার  দেওয়া শুরু করলেও 
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি 
বর্তমানে এই পুরস্কার প্রদান করে থাকে।প্রথমদিকে ১৯৫০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত  বিশেষ কোনো গ্রন্থ রচনার স্বীকৃতি স্বরূপ লেখককে "রবীন্দ্র পুরস্কার"দেওয়া হত।কিন্তু ১৯৮৩ সাল থেকে সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে সারা জীবনের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়(তবে ২০০৪ ও ২০০৫ সালে বিশেষ গ্রন্থ রচনার স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দেওয়া হয়েছিল)।

বাংলা সাহিত্যে "রবীন্দ্র পুরস্কার" প্রাপকদের তালিকা --

১। সতীনাথ ভাদুরি ---- "জাগরী" -- ১৯৫০ 
২। নীহাররঞ্জন রায় ----বাঙ্গালীর ইতিহাস (আদিপর্ব)
>> বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় -- 'ইছামতি"  --- ১৯৫১
৩। ডঃ কালিপদ বিশ্বাস ও 
এককড়ি ঘোষ---- "ভারতের বনৌষধি"  -১৯৫২ 
৪। দীনেশচন্দ্র ভট্টাচার্য –"বাঙালির সারস্বত অবদান" --  ১৯৫৩
৫। রানী চন্দ-- "পূর্ণকুম্ভ"-- ১৯৫৪
৬। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  --- "আরোগ্য নিকেতন" ১৯৫৫
৭।  রাজশেখর বসু -- "কৃষ্ণকলি ইত্যাদি গল্প"
* সমরেন্দ্র সেন  ---   বিজ্ঞানের ইতিহাস -- ১৯৫৬ 
৮। প্রভাত মুখোপাধ্যায় --"রবীন্দ্র জীবনী"-- ১৯৫৭
৯। প্রেমেন্দ্র মিত্র>>"সাগর থেকে ফেরা"--১৯৫৮
১০। বিনয় ঘোষ -- "পশ্চিমবঙ্গের সংস্কৃতি" ---- ১৯৫৯

১১। প্রমথনাথ বিশী ----" কেরি সাহেবের মুন্সী"--- ১৯৬০
১২। রাধাগোবিন্দ নাথ ---- "গৌড়ীয় বৈষ্ণব দর্শন" এবং
*হরিদাস সিদ্ধান্তবাগীশ – -- "মহাভারত" --------   ১৯৬১
১৩। বনফুল  "হাটে বাজারে" ১৯৬২
১৪। জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় –"পঞ্চোপসনা"  --১৯৬৩
১৫। সুবোধকুমার চক্রবর্তী  ----"রমণী  বীক্ষয়্য"  এবং বিমল মিত্র --- "কড়ি দিয়ে কিনলাম "-- ১৯৬৪
১৬। গজেন্দ্রকুমার মিত্র " পৌষ ফাগুনের পালা" ১৯৬৫ 
১৭। আশাপূর্ণা দেবী " প্রথম প্রতিশ্রুতি "-- ১৯৬৬
১৮। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়  "তুঙ্গভদ্রার তীরে ' ১৯৬৭
১৯। কালিদাস রায়  "পূর্ণাহুতি "- ১৯৬৮।
২০। লীলা মজুমদার  "আর কোনখানে"  ১৯৬৯। 
২১। আবু সইয়দ আয়ুব  "আধুনিকতা ও রবীন্দ্রনাথ" ১৯৭০

২২। রমাপদ চৌধুরী --- 'এখনই"  ---- ১৯৭১
২৩। ইন্দ্র মিত্র --- "করুণাসাগর বিদ্যাসাগর " -- ১৯৭২
২৪। ডঃ অমলেন্দু মিত্র  ----"রাঢ়ের  সংস্কৃতি " ------  ১৯৭৩
২৫। বুদ্ধদেব বসু  -----    "স্বাগত বিদায় "------       ১৯৭৪
২৬। অচিন্ত্যকুমার সেনগুপ্ত  -- "উত্তরায়ণ' ----  এবং
*  গোপাল চন্দ্র ভট্টাচার্য   --"বাংলার কীটপতঙ্গ " ----১৯৭৫  
২৭। সতীকান্ত গুহ  -----"নাট্যকার "---  ১৯৭৬   
২৮। নীলমণি মুখোপাধ্যায় ---"Bengali Zeminders" ----  ১৯৭৮   
২৯। অরুণ মিত্র --   "শুধু রাতের স্বপ্ন নয়" --- ১৯৭৯
৩০। গোপাল হালদার  "রূপনারায়ণের কূলে " ১৯৮০
৩১। বিনোদবিহারী মুখোপাধ্যায় (মরণোত্তর) –"চিত্রকর"- ১৯৮১
৩২। বীরেন্দ্র চট্টোপাধ্যায় --- "শ্রেষ্ঠ কবিতা"? -----  ১৯৮২      
৩৩। দীনেশ দাস  ----" রাম গেছে বনবাসে"  --- ১৯৮৩ 
৩৪। নন্দগোপাল সেনগুপ্ত -- বাস্তুবাদীর ভারত জিঙ্গাসা - ১৯৮৪ 
৩৫। ডঃ অমিয় কুমার হাটি ---ক্যানসার --------        ১৯৮৫
৩৬। রাধারানী দেবী  --- "অপরাজিতা রচনাবলী"  ------ ১৯৮৬
৩৭। রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী –"ব্রহ্মা ও পুঁতির মউর" -১৯৮৭
৩৮। শ্রীমতী সঞ্জিদা খাতুন –"ধবনি থেকে কবিতা " ---  ১৯৮৮
৩৯। শঙ্খ ঘোষ   --"ধূম লেগেছে হৃদ কমলে" ----      ১৯৮৯
৪০। কিরণ শঙ্কর সেনগুপ্ত  ---'"নির্বাচিত কবিতা"  ---  ১৯৯০
৪১। ডঃ অরুনকুমার মিত্র  -- "কন্যা, জায়া ও জননী" -১৯৯১
৪২। অমলেশ ত্রিপাঠী –-------"স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস" -- ১৯৯২
৪৩। মনীন্দ্র রায় -----"সনেট সমগ্র"--১৯৯৩
৪৪। ক্ষুদিরাম দাস ---"-চলমান রবি  " --১৯৯৪
৪৫। শক্তি চট্টোপাধ্যা১য় – "ছবি আঁকে ছিঁড়ে ফ্যালে"-১৯৯৫
৪৬। জ্যোতির্ময় ঘোষ – "নায়কের সন্ধানে, সাহিত্য" –১৯৯৬
৪৭। অজয় হোম  ---"বাংলার পাখী , বিজ্ঞান " -----১৯৯৭
৪৮। সমরেন্দ্র সেনগুপ্ত  ---"কফি হাউসের সিঁড়ি " ----১৯৯৮
৪৯। অমিতাভ দাসগুপ্ত ও  সুখেন্দু বিকাশ করমহাপাত্র --" আমার নীরবতা আমার ভাষা"--১৯৯৯
৫০। অন্নদাশঙ্কর রায়  -- "নব্বই পেরিয়ে " --২০০০
৫১। প্রশান্ত পাল  --" কবি জীবনী "---২০০১
৫২। অপরাজিতা বসু  ---"'প্রাণের রহস্য" -----------২০০২
৫৩। অলোকরঞ্জন দাসগুপ্ত  - "ধুলোমাখা ইথারের জামা"-
তনিকা সরকার
"হিন্দু ওয়াইফ, হিন্দু নেশন "(নারীবাদ)
পলাশবরণ পাল--
বিজ্ঞান: ব্যক্তি, যুক্তি, সময় (বিজ্ঞান)--২০০৪
৫৪।  বিনয় মজুমদার কাব্যসমগ্র ২ (কবিতা)
ভূমেন্দ্র গুহ উত্তরপুরুষ (উপন্যাস)
হিমানী বন্দ্যোপাধ্যায়
ইনভেন্টিং সাবজেক্টস (সাহিত্য)
বাসুদেব চট্টোপাধ্যায়
আ জিঙ্গল বেলস (সাহিত্য)----২০০৫
৫৫। তরুণ সান্যাল, র্যালফ ডব্লিউ নিকোলাস, বিনয়ভূষণ রায়---২০০৬
৫৬। আলোক সরকার –-"শ্রেষ্ঠ কবিতা "  অরবিন্দ গুহ, নলিন প্যাটেল, কাজুও আজুমা, দিলীপ বসু-- ২০০৭
৫৭। মণীভূষণ ভট্টাচার্য  -- "শ্রেষ্ঠ কবিতা "--২০০৮
৫৮। শ্যামল চক্রবর্তী  ---"বিজ্ঞানের অগ্রপথিক " এছাড়াও পবিত্র মুখোপাধ্যায়, বিজয়া মুখোপাধ্যায়, অমিয়কুমার বাগচী, শংকর মুখোপাধ্যায়---২০০৯।
৫৯| মনীন্দ্র গুপ্ত(মনীন্দ্র লাল দাসগুপ্ত),অসিম কুমার মুখোপাধ্যায়,সুকন্যা সিনহা-- ২০১০। 
৬০| অমর্ত্য সেন--২০১১
৬১|মৃদুল দাশগুপ্ত,অমিত চৌধুরী--২০১২।
৬২|রঞ্জিত দাস--২০১৩
৬৩| ড.শঙ্কর কুমার নাথ--২০১৪
৬৪|কবি গৌতম বসু ও সুগত বসু--২০১৫

তথ্যসূত্র - উইকিপিডিয়া এবং অন্যান্য কিছু ওয়েবসাইট এবং সংবাদপত্র।
তথ্যসংগ্রহে--- রিক্ সরকার ও লোকাশিষ মাহাতো।।

Share this