সাহিত্য আকাদেমি পুরস্কার
অালোচক-- লোকাশিষ মাহাতো, সুশান্ত কর্মকার,রিক্ সরকার।
ভারতীয় রাষ্ট্রভাষায় রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক ১২মার্চ ১৯৫৪ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্থাপিত একটি প্রতিষ্ঠান হল সাহিত্য অাকাদেমী( বর্তমানে ভারতের সকল রাজ্যে এই সংস্থার শাখা স্থাপন করা হয়েছে)।আর এই সাহিত্য আকাদেমি কতৃক ১৯৫৪ সাল থেকে
ভারতীয় রাষ্ট্রভাষায় রচিত অসামান্য সাহিত্যকীর্তি গুলির স্বীকৃতি স্বরূপ যে পুরস্কার প্রদান করা হয় তাই সাহিত্য অাকাদেমি পুরস্কার। এই পুরস্কার প্রাপককে ২০০৮ সালে পর্যন্ত এককালিন ৫০০০০ টাকা এবং একটি মানপত্র দেওয়া হতো। ২০০৯ সালে ভারত সরকার এই পুরস্কারের মূল্য বাড়িয়ে করে ১,০০,০০০ টাকা।
ভারতের যে সমস্ত ভাষায় এই সাহিত্য আকাদেমি পুরস্কার দেওয়া হয় সেগুলি হল-- বাংলা,অসমিয়া,
ওড়িয়া,পঞ্জাবি,ইংরেজি,সিন্ধি,তামিল,তেলুগু,উর্দু,গুজরাতি,মরাঠি, নেপালি, মৈথিলি, মলায়লাম, মইথেই, রাজস্থানী,সংস্কৃত,হিন্দি,কন্নড়, কাশ্মিরি, কোঙ্কণি,দোরগি প্রভৃতি।
♦বাংলা সাহিত্যে যে সমস্ত সাহিত্যিক সাহিত্য অাকাদেমি পুরস্কার পেয়েছেন তাদের নাম ও রচনার নাম -----
১। জীবনানন্দ দাস " জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা "-- ১৯৫৫ সালে।
২। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় "আরোগ্য নিকেতন " ১৯৫৬ সালে।
৩। প্রেমেন্দ্র মিত্র "সাগর থেকে ফেরা" ১৯৫৭ সালে।
৪। পরশুরাম "আনন্দইবাঈ ইত্যাদি গল্প" ১৯৫৮ সালে।
৫। গজেন্দ্রকুমার মিত্র "কলকাতার কাছেই"
৬। শশিভূষণ দাসগুপ্ত "ভারতের শক্তিসাধনা ও শক্তি সাহিত্য " ১৯৬১ সাল।
৭। অন্নদাশঙ্কর রায় "জাপানে " ১৯৬২ সালে।
৮। অমিয় চক্রবর্তী "ঘরে ফেরার দিন" ১৯৬৩ সালে।
৯। সুভাষ মুখোপাধ্যায় " যত দূরেই যাই " ১৯৬৪ সালে
১০। বিষ্ণু দে "স্মৃতি সত্তা ভবিষ্যৎ " ১৯৬৫ সালে।
১১। মনোজ বসু " নিশিকুটুম্ব " ১৯৬৬ সালে।
১২। বুদ্ধদেব বসু " তপস্বী ও তরঙ্গিণী" ১৯৬৭ সালে।
১৩। মনীন্দ্র রায় " মোহিনী আড়াল " ১৯৬৯ সালে।
১৪। আবু সঈদ আইয়ুব "আধুনিকতা ও রবীন্দ্রনাথ " ১৯৭০ সালে।
১৫। উমাপ্রসাদ মুখোপাধ্যায় "মনিমহেশ " ১৯৭১ সালে।
১৬। সন্তোষ কুমার ঘোষ "শেষ নমস্কার, শ্রীচরণেষু মাকে "১৯৭২ সালে।
১৭। নীরেন্দ্র নাথ চক্রবর্তী "উলঙ্গ রাজা" ১৯৭৪ সালে।
১৮। বিমল কর "অসময়" ১৯৭৫সালে।
১৯। মৈত্রেয়ী দেবী " ন হন্যতে " ১৯৭৬ সালে।
২০। শঙ্খ ঘোষ "বাবরের প্রার্থনা " ১৯৭৭সালে।
২১। শঙ্করী প্রসাদ বসু "বিবেকা নন্দ ও সমকালীন ভারতবর্ষ" ১৯৭৮সালে।
২২। মহাশ্বেতা দেবী "অরণ্যের অধিকার " ১৯৭৯ সালে।
২৩। কালকূট " শাম্ব" ১৯৮০সালে।
২৪। রাধারমণ মিত্র " কলকাতা দর্পণ" ১৯৮১ সালে।
২৫। কমল দাস ' অমৃতস্য পুত্রী " ১৯৮২সালে।
২৬। শক্তি চট্টোপাধ্যায় "যেতে পারি কিন্তু কেন যাব " ১৯৮৩সালে।
২৭। সমরেশ মজুমদার "কালবেলা " ১৯৮৪সালে।
২৮। সুনীল গঙ্গোপাধ্যায় "সেই সময়" ১৯৮৫সালে।
২৯। অমিয় ভূষণ মজুমদার "রাজনগর" ১৯৮৬সালে।
৩০। অরুন মিত্র "খুঁজতে খুঁজতে এতদূর" ১৯৮৭সালে।
৩১। রমাপদ চৌধুরী "বাড়ি বদলে যায় " ১৯৮৮সালে।
৩২। শীর্ষেন্দু মুখোপাধ্যায় " মানব জমিন " ১৯৮৯ সালে।
৩৩। দেবেশ রায় " তিস্তাপারের বৃত্তান্ত" ১৯৯০ সালে।
৩৪। মতি নন্দী "সাদা খাম " ১৯৯১সালে।
৩৫। আলোক রঞ্জন দাসগুপ্ত " মরমী কারাত" ১৯৯২ সালে।
৩৬। শ্যামল গঙ্গোপাধ্যায় "শাহাজাদা দারাশুকো " ১৯৯৩সালে।
৩৭। মুস্তাফা সিরাজ "অলীক মানুষ " ১৯৯৪ সালে।
৩৮। নরেশ গুহ "কবিতা সংগ্রহ " ১৯৯৫সালে।
৩৯। অশোক মিত্র "তাল বেতাল " ১৯৯৬সালে।
৪০। নবারুণ ভট্টাচার্য "হার্বাট " ১৯৯৭সালে।
৪১। দিব্যেন্দু পালিত "অনুভব " ১৯৯৮ সালে।
৪২। নবনীতা দেবসেন "নব-নীতা " ১৯৯৯ সালে।
৪৩। জয় গোস্বামী "পাগলী তোমার সঙ্গে" ২০০০সালে।
৪৪। অতীন বন্দ্যোপাধ্যায় "পঞ্চাশটি গল্প " ২০০১সালে।
৪৫। সন্দীপন চট্টোপাধ্যায় "আমি ও বনবিহারী " ২০০২সালে।
৪৬। প্রফুল্ল রায় "ক্রান্তিকাল ' ২০০৩ সালে।
৪৭। সুধীর চক্রবর্তী "বাউল ফকির কথা " ২০০৪সালে।
৪৮। বিনয় মজুমদার "হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ" ২০০৫সালে।
৪৯। সমরেন্দ্র সেনগুপ্ত "আমার সময় অল্প-কবিতা" ২০০৭ সালে।
৫০। শরতকুমার মুখোপাধ্যায় "কবিতা গুচ্ছ " ২০০৮ সালে।
৫১। সৌরিন ভট্টাচার্য - 'কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কীভাবে' ২০০৯ সালে।
৫২। বাণী বসু - 'খনা মিহিরের ঢিপি' ২০১০ সালে।
৫৩। মনীন্দ্র গুপ্ত - 'বনে আজ
কনচের্টো' ২০১১ সালে।
৫৪। সুব্রত মুখোপধ্যায় - 'বীরাসন' ২০১২ সালে।
৫৫। সুবোধ সরকার - 'দ্বৈপায়ন হ্রদের ধারে' ২০১৩ সালে।
৫৬।উৎপল কুমার - 'পিয়া মন ভাবে' ২০১৪ সালে।
৫৭। আলোক সরকার - 'শোনো জবাফুল' ২০১৫ সালে।
৫৮। নৃসিংহ প্রসাদ ভাদুড়ি - 'মহাভারতের অষ্টাদশী' ২০১৬ সালে।
৫৯| ২০১৭ সালে সারাজীবন শিশু সাহিত্য অবদানের জন্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং 'এলভিস ও অমলা সুন্দরী' গল্পগ্রন্থের জন্য এই পুরস্কার পেয়েছেন তরুণ লেখক শমীক ঘোষ৷
অালোচক-- লোকাশিষ মাহাতো, সুশান্ত কর্মকার, রিক্ সরকার।