নরেন্দ্রনাথ মিত্র



নরেন্দ্রনাথ মিত্র (মৃত্যু- ১৪ই সেপ্টেম্বর ,১৯৭৫) :-

     নরেন্দ্রনাথ মিত্রের সাহিত্যিক হয়ে ওঠার নেপথ্যে যাঁদের অব্দান আছে তারা হলেন -
১. বাবা মহেন্দ্রনাথ মিত্র ("সবচেয়ে জীবন্ত প্রাণ পুরুষ ছিলেন আমার বাবা। এমন পুরুষ মূর্তি আমি আর জীবনে দেখিনি। তিনি একাধারে ছিলেন বৈষয়িক ও শিল্পরসিক।")
২. ঠাকুরমা (ঠাকুরমার কাছেই ছোটবেলায় রূপকথা আর পারিবারিক গল্পকথা শুনেছি। তিনি আমায় "ভাই" বলে ডাকতেন।)
৩. অক্ষয় মাস্টার (আমার গৃহশিক্ষক আমাদের বাড়িতেই থাকতেন। তিনি ছিলেন কীর্তনীয়া। সংস্কৃত শ্লোক আবৃত্তি করতেন। ভাবতে ভালো লাগে জীবনপ্রভাতে সেই গীতগুঞ্জিত ছেলেবেলাগুলি আমার মধ্যে অনুপ্রবেশ করেছে। কলমে প্রতিধ্বনিত হয়েছে )।
৪. চাকলাদার ঠাকুরদা (ইনি আমার বাবার মামা। আমাদের বাড়িতেই থাকতেন। সাংসারিক জীবনে অসার্থক কিন্তু অনেক গুণ ছিল। আমার লেখক জীবনের প্রথম পর্বেই তাকে নিয়ে গল্প লিখেছি।)
৫. বড়দা বিরূপাক্ষ মিত্র ( তিনি আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হবার কারনে এর ব্যাপক প্রভাব পড়েছিল। যা আমি ডেয়েরিতে লিখে রাখতাম। সেই থেকেই আমার লেখা লিখির শুরু।)
৬. বন্ধু দিগিন্দ্রনাথ রাহা ( এর সাথেই মিলে যৌথভাবে প্রথম স্কুলে হাতে লেখা পত্রিকা "আহ্বান" প্রকাশ করি)
৭. বন্ধু নারায়ণ গঙ্গোপাধ্যায় ( "জয়যাত্রা" পত্রিকার প্রকাশ করি । আমার প্রথম কাব্য সংকলন যৌথ ভাবে "জোনাকি" র প্রকাশ।)
৮. সন্তোষ কুমার ঘোষ ( সন্তোষদা তখন দেশের সম্পাদক। তার উদ্যোগ আর অনুপ্রেরণা না থকলে আমার প্রথম উপন্যাস "হরিবংশ" প্রকাশের মুখ দেখত না।)
------------------------------
------------------------------
-----------------
নরেন্দ্রনাথ মিত্র সম্পর্কে বিশিষ্ট কয়েকজনের মন্তব্য :-
১. " তরুণ লেখকদের মধ্যে এককালে তিনি দারুণ সাড়া জাগিয়েছিলেন। নিজেও তরুণ বয়সী এবং তরুণতর মহলে তাকে নিয়ে শোরগোলের অন্ত ছিল না। তার লেখায় যেমন কোন জনতোষিনী প্রতিশ্রুতি নেই, তেমনি কোন কিম্ভুত কষ্ট কল্পনাও নেই। একতা বিশ্বাস তিনি সংগোপনে লালন করতেন যা স্বাভাবিক তাই সত্য। সেই সত্যের বাইরে তিনি পা বাড়ান নি।" ------------ নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
২. "চল্লিশের শেষ থেকে গোটা পঞ্চাশের দশক এবং তারপরেও নরেন্দ্রনাথ বাংলা সাহিত্যে উত্তেজনার রেশ বজায় রাখতে পেরেছিলেন। প্রবীনত্বের সাথে সাথে তার লেখা আরো সরল, স্নিগ্ধ, বাহুল্যহীন হয়ে ওঠে। গত তিরিশ বছরে যদি এমন বাংলা ছোটগল্পের চল হয়ে থাকে যা নিরাভরণ, সহজ, জীবনের সত্য উপলব্ধির ক্ষণিক প্রকাশ - তবে নরেন্দ্রনাথই তার সৃষ্টিকর্তা।" -------------- বিমল কর (অভিনন্দ ছদ্মনামে) ।
৩. "আপনার গল্প পড়ছি আর ভাবছি, কলমকে কুর্শিকাটা কিম্বা সূচিসূক্ষ্ম করে এমন নিপুণ কারুকাজ আমার পক্ষে কোন দিন সম্ভব হবে না। ছোট দুঃখ, ছোট সুখ, আমাদের চারদিকে ছড়ানো, তাকে খুটে খুটে তুলে ধরার কী যে জাদু জানতেন আপনি !" ---------সন্তোষ কুমার ঘোষ।
------------------------------
------------------------------
-----------------------
সিনেমা নাটকে নরেন্দ্র - কাহিনী :-
১. শাস্তি
২. বিলম্বিত লয়
৩. পালঙ্ক
৪. গোধূলি
৫. হেডমাস্টার
৬. সওদাগর (রস)
৭. দূরভাষিনী
৮. সূর্যসাক্ষী
৯. মহানগর
------------------------------
------------------------------
--------------------
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
১.উপন্যাস
২.দ্বীপপুঞ্জ
৩.রূপমঞ্জরী
৪.অক্ষরে অক্ষরে
৫.চেনামহল
৬.দেহমন
৭.দূরভাষিণী
৮.সঙগিণী
৯.অনুরাগিণী
১০.সহৃদয়া
১১.গোধুলি
১২.শুল্কপক্ষ
১৩.চোরাবালি
১৪.তিন দিন তিন রাত্রি
১৫.পরস্পরা
১৬.জলপ্রপাত
১৭.কণ্যাকুমারী
১৮.সুখ দুঃখের ঢেউ
১৯.প্রথম তোরণ
২০.তার এক পৃথিবী
২১.সেই পথটুকু
২২.নীড়ের কথা
২৩.নতুন ভূবন
২৪.জলমাটির গন্ধ
২৫.শিখা
২৬.অনাত্মীয়া
২৭.নতুন তোরণ
২৮.সূর্যমুখী
২৯.সিঁদূরে মেঘ
৩০.নির্বাসন
গল্প সংকলনঃ-
অসমতল
হলদে বাড়ি
চড়াই-উৎরাই
বিদু্যৎলতা
সেতার
উল্টোরথ
পতাকা
কবিতা সংকলনঃ-
জোনাকি
------------------------------
আনন্দ পুরস্কার (১৯৬২)


আলোচক -- প্রীতম চক্রবর্তী

Share this