♤ রবীন্দ্র-নাট্য ধারা ♤
♧ রবীন্দ্র নাট্য ধারাকে সাতটি স্তরে ভাগ করা যেতে পারে।যেমন:-
☆ গীতিনাট্য:- বাল্মীকি -প্রতিভা,কালমৃগয়া, ও মায়ার খেলা।
☆ কাব্যনাট্য:- রুদ্রচন্ড,প্রকৃতির প্রতিশোধ,চিত্রাঙ্গদা,বিদায় অভিশাপ,গান্ধারীর আবেদন,কর্ণকুন্তী সংবাদ ।
☆ রোমান্টিক ট্র্যাজেডি:-রাজা ও রানী, তপতী, বিসর্জন, ও মালিনী।
☆ সাংকেতিক নাটক:- শারদোৎসব, রাজা, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী, রথের রশি।
☆ সামাজিক নাটক:- প্রায়শ্চিত্ত, গৃহপ্রবেশ ,শোধবোধ, বাঁশরী।
☆ কৌতুক প্রধান নাটক:- মুক্তির উপায়,গোড়ায় গলদ,বৈকুন্ঠের খাতা, চিরকুমার সভা,হাস্যকৌতুকও ব্যাঙ্গকৌতুক।
☆ নৃত্যনাট্য:- চিত্রাঙ্গদা, চন্ডালিকা, শ্যামা, নটীর পূজা, শাপমোচন।
● বাল্মীকি প্রতিভা:-১৮৮১ সালের ২১ শে ফেব্রুয়ারি বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয়।বিহারীলালের " সারদামঙ্গল" কাব্যে বাল্মীকি লক্ষ্মীর অনুগ্রহ না নিয়ে সরস্বতীর কৃপাকে শিরোধার্য করেছেন এবং সেই সাথে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পিয়ানো বাদনের সুরকে কথায় বেঁধে রাখতে কবি রচনা করেন " বাল্মীকি প্রতিভা"।
● কালমৃগয়া:-১৮৮২ সালের ৫ ডিসেম্বর কালমৃগয়া প্রকাশিত হয়।এর কাহিনী রামায়ণ থেকে গৃহীত। রাজা দশরথের শব্দভেদী বাণে অন্ধমুনির পুত্রের মৃত্যু ও পুত্র শোকে অন্ধমুনির অভিশাপ,যা দশরথের শাপে বর লাভ।এই নাটকের অনেক গান বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ এ সংযুক্ত হয়েছিল।
● মায়ার খেলা:- ১৮৮৮ সালের ২২ ডিসেম্বর মায়ার খেলা প্রকাশিত হয়। আত্মসুখের জন্য প্রেমের আশা করলে সুখ ও প্রেম কোনোটাই পাওয়া যায় না, এই হলো মায়ার খেলার মর্মকথা।'নলিনী' গদ্যনাট্যের গীতিনাট্য রূপ এই নাটক।
● রুদ্রচন্ড:- ১৮৮১ সালের ২৫ জুন রুদ্রচন্ড প্রকাশিত হয়।এই নাটকের উৎস কবির বাল্যকালে রচিত " পৃথ্বীরাজ পরিচয়" কাব্য।প্রতিহিংসা ও প্রেমের দ্বন্দ্ব এতে পরিলক্ষিত হয়।
● প্রকৃতির প্রতিশোধ:- ১৮৮৪ সালের ২৯ এপ্রিল প্রকৃতির প্রতিশোধ প্রকাশিত হয়।'"সীমার সঙ্গে অসীমের মিলন সাধনের পালা"এতে লক্ষ করা যায়।
●চিত্রাঙ্গদা:- ১৮৯২ সালের ১৩ সেপ্টেম্বর চিত্রাঙ্গদা প্রকাশিত হয়। মহাভারতের অর্জুন ও মনিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা র কাহিনী অবলম্বনে এই নাটক রচিত।
●রাজা ও রানী:- ১৮৮৯ সালে রাজা ও রানী প্রকাশিত হয়। হৃদয়ের ধনকে শরীরের মধ্যে পাওয়ার দুর্বাসনা এই নাটকের ট্র্যাজেডির উৎস। মহারাষ্ট্রের সোলাপুরে অবস্থানকালে নাটকটি রচিত।এর সংলাপ প্রধানত অমিত্রক্ষর ছন্দে রচিত হলেও মাঝে মাঝে গদ্য সংলাপ লক্ষ করা যায়।মানসি কাব্যের " নিষ্ফল কামনা" কবিতাটিকে এই নাটকের বীজ বলে মনে করা হয়।সুকুমার সেনের মতে" রাজা ও রানী বাংলা সাহিত্যের প্রথম যথার্থ নাটক"।
●তপতী:- ১৯২৯ সালে তপতী প্রকাশিত হয়। রাজা ও রানী নাটক টির সংশোধন করতে গিয়ে এই নতুন নাকটি রূপ পায়।
●বিসর্জন:- মালিনী:- ১৮৮৭সালের ১১ ফেব্রুয়ারি বিসর্জন প্রকাশিত হয়। রাজর্ষি উপন্যাসের প্রথমাংশকে ভিত্তি করে রচিত ।আজন্ম লালিত প্রথাবদ্ধ হৃদয় হীন সংস্কারের সঙ্গে মানবিক প্রেমের সম্পর্ক ও অনুভূতির দ্বন্দ্ব এই নাটকের মূল বিষয়।
● মালিনী:- ১৮৯৬ সালে মালিনী প্রকাশিত হয়।নাটকটির সঙ্গে বৌদ্ধ জাতকের কাহিনি" মালিন্যবস্তু" র মিল লক্ষ করা যায়।একাঙ্ক নাটকটি তে দৃশ্য সংখ্যা চার।
●শারদোৎসব:- ১৯০৮ সালে শারদোৎসব প্রকাশিত হয়। গতানুগতিক পুথিগত শিক্ষায় প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়।প্রকৃতির যে আনন্দধারা প্রবহমান, তা আত্মস্থ করতে পারলে প্রকৃত শিক্ষা লাভ করা যেতে পারে।
● রাজা:- ১৯১০ সালে রাজা নাটক প্রকাশিত হয়।বৌদ্ধ জাতকের" মহাবস্তু-অবদান" অন্তর্গত" Story of kusa" বা কুশজাতকের আখ্যান অবলম্বনে এই নাটক রচিত।রাজা নাটকের কাহিনী তথা বিষয়বস্তু থেকে রবীন্দ্রনাথ " অরূপরতন" নাটিকা এবং "শাপমোচন " গদ্যকবিতা ও পরে " শাপমোচন" নৃত্যনাট্য রচনা করেন।
● অচলায়তন:- ১৯১১ সালে অচলায়তন রচিত ।প্রবাসী পত্রিকায় আশ্বিন ১৩১৮ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।১৯২২ সালে পুস্তক আকারে প্রকাশিত হয়।
● ফাল্গুনী:- নাটকটি ১৯১৫ সালে রচিত। ১৯১৬ সালে ফাল্গুনী প্রকাশিত হয়েছে।
●মুক্তধারা:- ১৯২২ সালে নাটকটি প্রকাশিত হয়।দৃশ্যবিভাগহীন এই নাটকের একটি দৃশ্য তা হলো পথ।মানুষ যন্ত্রের দাস হবে না,যন্ত্রই মানুষের দাস হবে এই মর্মকথাটি তিনি শোনাতে চেয়েছেন আলোচ্য নাটকের মধ্যে।তিনি" TheWaterfall" নামে এর ইংরেজি অনুবাদ করেছিলেন।
● রথের রশি:- প্রথমে এটি ছিল রথযাত্রা নামে একটি ক্ষুদ্র নাটিকা।পরে এর পরিবর্তিত রূপ " রথের রশি"।১৯২৩ সালে রচিত ।
●তাসের দেশ:- নাটকটি " একটি আষাঢ়ে গল্প" ছোটগল্পের কাহিনী উপর ভিত্তি করে রচিত।১৯৩৩ সালে রচিত।
● প্রায়শ্চিত্ত:- এই নাটকের উৎস "বউ- ঠাকুরানির হাট" উপন্যাস।১৯০৯ সালে প্রকাশিত হয়।
● গৃহপ্রবেশ:- ১৯২৫ সালে প্রকাশিত।শেষের রাত্রি গল্পের নাট্যরূপ এটি।
● শোধবোধ:- ১৯২৬ সালে প্রকাশিত।কর্মফল গল্পের নাট্যরূপ এটি।
● ডাকঘর:- ১৯১২ সালে নাটকটি রচিত।সম্পূর্ণ গদ্য লিরিকে রচিত" ডাকঘর"কে তিনি নিজেই আখ্যায়িকা বলেছেন।
●
●রক্তকরবী:-১৯২৩ সালে শিলং এ অবস্থানকালে এই নাটক রচিত।রবীন্দ্রনাথ নিজে এর ইংরেজি অনুবাদ করেন" The Red Olienders,১৯২৫ সালে তার প্রকাশ।১৯২৬ সালে বাংলা নাটকটি প্রকাশিত হয়।
♧♧♧♧☆♧♧♧♧♧
♧♧♧♧☆♧♧♧♧♧
তথ্য সূত্র:- মুক্তধারা বসুমিত্র মজুমদার, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত:- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
ধন্যবাদ
Success বাংলা"
সুশান্ত সরকার