আলোচনার আলোকে দীনবন্ধু মিত্র

আলোচনার আলোকে দীনবন্ধু মিত্র
প্রকৃত নাম: গন্ধর্ব নারায়ণ মিত্র।
জন্ম: ১৮৩০
মৃত্যু: ১৮৭৩
বিখ্যাত নাটক নীলদর্পন যার বিষয় বাঙালি কৃষক ও ভদ্রলোকের প্রতি নীলকর সাহেবদের অমানুষিক অত্যাচার। এই নাটকটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত " The Indigo Planting Mirror" নামে। মার্কিন মহিলা ঔপন্যাসিক  স্টো প্রণীত "Uncle Tom's Cabin" এর সঙ্গে নাটকটি তুলনীয়।
দীনবন্ধু মিত্রের লেখা কমেডি গুলো হলো-' নবীন তপস্বিনী' ও ' কমলে কামিনী'।
প্রহসনধর্মী নাটক গুলি হলো-'সধবার একাদশী' ,'বিয়ে পাগলা বুড়ো' ,জামাই বারিক'।
দীনবন্ধু মিত্রের দুটি গদ্য স্কেচ-' যমালয়ে জীবন্ত মানুষ' ও 'পোড়া মহেশ্বর '।
দীনবন্ধু মিত্র ঈশ্বর গুপ্তের ভাবশিষ্য ছিলেন। দীনবন্ধু মিত্রের  নাট্যসৃষ্টি অবিকল শেকসপীয়রের মতো। কারণ তাঁর মতো জীবনের প্রতি প্রসন্নতা,বস্তুজাত দৃষ্টি, পরিহাস বেদনা,ব্যঙ্গ,ও করুনার এমন সন্নিবেশ পাওয়া যায় যা পরোক্ষভাবে শেকসপীয়রের কবি দৃষ্টির পরোক্ষ ছাপ বলে মনে করা হয়।

দীনবন্ধু মিত্রের নাটক গুলোর শ্রেণীবিভাগ:-
সামাজিক নাটক: 'নীলদর্পন' (১৮৬০)
রোমান্টিক নাটক: 'নবীন তপস্বিনী'(১৮৬৩), লীলাবতী(১৮৬৭),'কমলে কামিনী'(১৮৭৩)
কমেডি নাটক: বিয়ে পাগলা বুড়ো '(১৮৬৬), 'সধবার একাদশী'(১৮৬৬), 'জামাইবারিক' (১৮৭২)।
'কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে 'নীলদর্পন' নাটকটি লেখেন।
'নবীন তপস্বিনী' নাটকটি বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করেন।
'কমলে কামিনী' নাটিকটি যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর কে উৎসর্গ করেন।

আলোচনায় - অমিয়তোষ ঘোষ।
ধন্যবাদ success বাংলা।
"সকলের তরে সকলে আমরা"

Share this