বাংলা নাট্যসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর


 রবীন্দ্রনাথ ঠাকুর (1861 -1941):
 রবীন্দ্রনাটকের সূচনা গীতিনাট্যে আর সমাপ্তি নৃত্যনাট্যে।
 গীতি নাট্য :  রুদ্রচন্ড (1881),  বাল্মীকি প্রতিভা (1881),  কালমৃগয়া (1882),  প্রকৃতির প্রতিশোধ (1884),  মায়ার খেলা (1888)।
  কাব্যনাট্য ও নাট্যকাব্য :  রাজা ও রানী (1889),  বিসর্জন (1890),  মালিনী (1896),  গান্ধারীর আবেদন (1900),  কর্ণকুন্তী সংবাদ (1900),  নরকবাস (1900),  মুকুট (1908),  প্রায়শ্চিত্ত (1909)।
  কৌতুক_নাটক :  গোড়ায় গলদ (1882),  বৈকুন্ঠের খাতা (1897),  হাস্য কৌতুক (1907),  ব্যঙ্গ কৌতুক (1907),  চিরকুমার সভা (1924)।
  রূপক ও সাংকেতিক নাটক :  শারদোৎসব (1908),  রাজা (1910), অচলায়তন (1912), ডাকঘর (1912),  ফাল্গুনী (1916),  রক্তকরবী (1926),  মুক্তধারা (1923, 'পথ'),  কালের যাত্রা (রথের রশি)(1932)।
  সামাজিক নাটক :  শোধবোধ (1916),  গৃহপ্রবেশ (1925),  বাঁশরী (1933)।
নৃত্যনাট্য সমূহ : তাসের দেশ(নেতাজীকে,1933),  চিত্রাঙ্গদা (1936),  চন্ডালিকা (1937),  নটিরপূজা (1926),  শ্যামা (1939),  শাপমোচন (1939)।

আলোচক – সঞ্জিত রায় 
অ্যাডমিন,  সাকসেস বাংলা।

Share this