বাংলা নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্র

দীনবন্ধু মিত্র (1830 - 1873):
 
      দীনবন্ধুর প্রতিভা মূলত কমেডি লেখকের প্রতিভা।
প্রথম নাটক :  'নীলদর্পন' (1860) - ইংরেজি অনুবাদ -'The Indigo Planting Mirrors'
-এটি Uncle Toms Cabin এর ছায়া অবলম্বনে রচিত।  মূলচরিত্র :  আদুরী,  সাধুচরণ,  রাইচরণ,  তোরাপ  প্রমুখ।
দুটি কমেডি :  নবীন তপস্বিনী (1863),  কমলে কামিনী (1873)।
প্রহসন :  বিয়ে পাগলা বুড়ো (1866),  সধবার একাদশী (1866),  লীলাবতী (1867),  জামাই বারিক (1872)।
শ্রেষ্ঠ প্রহসন :  সধবার একাদশী (1866)। মূলচরিত্র :  নিমচাঁদ।
শেষ নাটক :  কমলে কামিনী (1873)।

আলোচক – সঞ্জিত রায়
অ্যাডমিন, সাকসেস বাংলা।

Share this