বাংলা নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়


দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩)
    দ্বিজেন্দ্রলাল "আনন্দবিদায়" (1912) প্রহসনে রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে রুচিবান পাঠকদের কাছে নিন্দিত হন। 
 প্রহসনের_মধ্যদিয়ে_নাট্য_জগতে_আবির্ভাব :  কল্কি অবতার (1892),  বিরহ (1897),  ত্রহ্যস্পর্শ (1900),  প্রায়শ্চিত্ত (1902),  পুনর্জনম (1911)।
পৌরাণিক_নাটক :  পাষাণী (1900),  সীতা (1908),  ভীষ্ম (1914)।
সামাজিক_ও_পারিবারিক_নাটক :  পরপারে (1912),  বঙ্গনারী (1916)।
ঐতিহাসিক_নাটক :  তিনভাগে ভাগ করা যায় : যথা -
*রাজপুত ইতিহাসের কাহিনি :  তারাবাই (1903),  প্রতাপসিংহ (1905),  দূর্গাদাস (1905), মেবারপতন (1908)।
*মুঘল আমলের কাহিনি :  নূরজাহান (1908),  সাজাহান (1910)।
*হিন্দু আমলের কাহিনি :  চন্দ্রগুপ্ত (1911),  সিংহল বিজয় (1915)।।
আলোচক – সঞ্জিত রায় 
অ্যাডমিন,  সাকসেস বাংলা।

Share this