নাট্যসাহিত্যে মধুসূদন দত্ত


 মধুসূদন দত্ত (১৮২৮ - ১৮৭৩)

        আধুনিক রীতির নাটকের প্রথম পথ নির্মাণ করেন এবং পৌরাণিক ও ঐতিহাসিক নাটকের সূচনা করেন।
প্রথম নাটক :  শর্মিষ্ঠা (1859)-পৌরানিকনাটক।
  শেষ নাটক :  কৃষ্ণকুমারী (1861)-ঐতিহাসিকনাটক।
  পৌরাণিক নাটক :  শর্মিষ্ঠা (1859), পদ্মাবতী (1860)।
  দুখানি প্রহসন :  বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (1859, প্রথমে এর নাম ছিল 'ভগ্ন শিবমন্দির') এবং একেই কি বলে সভ্যতা (1860)।
  ঐতিহাসিক নাটক :  কৃষ্ণকুমারী (1861)

আলোচক – সঞ্জিত রায়
অ্যাডমিন, সাকসেস বাংলা।

Share this