অভিনেতা রবীন্দ্রনাথ / রবীন্দ্র অভিনয়ের তালিকা ★
--------------------------------------------------------------------------------
১. "এমন কর্ম আর করবো না" - অলীকবাবু চরিত্রে ১৮৭৭.
২. "মানময়ী" - মদন চরিত্রে ১৮৮০
৩. "বিবাহ উৎসব" - জনৈক নারী চরিত্রে
৪. "বাল্মীকি-প্রতিভা" - বাল্মীকি চরিত্রে ১৮৮১
৫. "কালমৃগয়া" - অন্ধমুনির চরিত্রে ১৮৮২
৬. "রাজা ও রানী" - বিক্রমদেব চরিত্রে ১৮৯০
৭. "বিসর্জন" - রঘুপতির চরিত্রে ১৮৯০
৮. "বৈকুন্ঠের খাতা" - কেদার চরিত্রে ১৯০৩
৯. "রাজা" - ঠাকুরদা চরিত্রে ১৯১১
১০. "ডাকঘর" - ঠাকুরদা চরিত্রে ১৯১১
১১. "অচলায়তন" - আচার্য অদীনপুণ্য চরিত্রে ১৯১৪
১২. "ফাল্গুনী" - অন্ধ বাউল চরিত্রে ১৯১৫
১৩. "বিসর্জন" - জয়সিংহ চরিত্রে ১৯২৩
১৪. "নটীর পূজা" - উপালি চরিত্রে ১৯২৬
১৫. "তপতী" - বিক্রমদেব চরিত্রে ১৯২৯
১৬. "শারদোৎসব" - সন্ন্যাসী চরিত্রে ১৯৩৫
১৭. " অরূপরতন" - ঠাকুরদা চরিত্রে ১৯৩৫
১৮. "অরূপরতন" - রাজা চরিত্রে ১৯৩৫
-----------------------------------------------
★বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "আরণ্যক" - প্রাদেশিক ভাষায় ★
---------------------------------------------------
১. "বনচরী" - অনুবাদক "লক্ষ্মীনারায়ণ মহান্তি" ১৯৬৩ (ওড়িয়া ভাষা)।
২. "আরণ্যক" - অনুবাদক "চন্দ্রকান্ত মেহতা" ১৯৬১ (গুজরাটি ভাষা)।
৩. "আরণ্যক" - অনুবাদক "শঙ্কর লালাজী শাস্ত্রী" ১৯৬৪ (মারাঠি ভাষা) ।
৪. "বনবাসী" - অনুবাদক "সুরমপুরী সীতারাম" ১৯৬১ (তেলেগু ভাষা)।
৫. "আরণ্যক" - অনুবাদক "পি বাসুদেব কুরুপ" ১৯৫৮ (মালয়ালম ভাষা)।
৬. "বনবাসী" - অনুবাদক "অমর ভারতী" ১৯৫৭ (পাঞ্জাবি ভাষায়)
৭. "আরণ্যক" - অনুবাদক "হংস কুমার তেওয়ারি" ১৯৫৭ (হিন্দি ভাষা) ।
★তারাশঙ্করের উপন্যাসের নাম / নামান্তর ★
------------------------------------------------------------------------
১. চৈতালি ঘূর্ণি (১৯৩১) > "শ্মশানের পথে"।
২. নীলকন্ঠ (১৯৩৩) > "যোগ-বিয়োগ"। উপাসনা পত্রিকা ।
৩. প্রেম ও প্রয়োজন (১৯৩৬) > "বেসাতী"। উপাসনা পত্রিকা।
৪. আগুন (১৯৩৭) > " কালপুরুষ " । দেশ পত্রিকা।
৫. ধাত্রীদেবতা (১৯৩৯) > "জমিদারের মেয়ে" । বঙ্গশ্রী পত্রিকা।
৬. কালিন্দী (১৯৪০) > "ফল্গু" । পরিচয় পত্রিকা।
৭. গণদেবতা (১৯৪৩) > "চন্ডীমন্ডপ" । ভারতবর্ষ পত্রিকা।
৮. নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩) > "শবলার কথা, পিঙ্গলার কথা"। সত্যযুগ পত্রিকা।
৯. সন্দীপন পাঠশালা (১৯৪৬) > "উদয়াস্ত" । কৃষক পত্রিকা।
১০. আরোগ্য নিকেতন (১৯৫৩) > "সঞ্জীবন ফার্মাসী" । শারদীয়া আনন্দ বাজার পত্রিকা।
১১. চাপাডাঙার বৌ ( ১৯৫৫) > "বড় বৌ" । উপাসনা পত্রিকা।
১২. যোগভ্রষ্ট (১৯৬০) > "যবণিকা" । উল্টোরথ পত্রিকা।
১৩. কান্না (১৯৬৩) > "অভিষেক" । নবকল্লোল পত্রিকা।
১৪. কালবৈশাখী ( ১৯৬৩) > "ঝড় ও ঝরাপাতা" ।
১৫. গুরুদক্ষিণা ( ১৯৬৬) > "হেডমাস্টার" ।
★ এক ঝলকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থের প্রকাশকাল ও উৎসর্গ তালিকা ★
১. "মেঘ-মল্লার" (শ্রাবণ ১৩৩৮) > মেজমামা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।
২. "মৌরীফুল" (ভাদ্র ১৩৩৯) > বিভূতিভূষণ বসুকে।
৩. "যাত্রাবদল" (কার্তিক ১৩৪১) > ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে।
৪. "জন্ম ও মৃত্যু" (আশ্বিন ১৩৪৪) > সুপ্রভাকে।
৫. "কিন্নর দল" (কার্তিক ১৩৪৫) > কাউকে উৎসর্গ করেন নি।
৬. "বেণীগীর ফুলবাড়ি" (বৈশাখ ১৩৪৮) > জাহ্নবী দেবীকে।
৭. "নবাগত" (মাঘ ১৩৫০) > অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্যকে।
৮. "তালনবমী" (বৈশাখ ১৩৫১) > কাউকে উৎসর্গ করেন নি।
৯. "উপলখন্ড" (বৈশাখ ১৩৫২) > কাউকে উৎসর্গ করেন নি।
১০. "বিধুমাস্টার" (জ্যৈষ্ঠ ১৩৫২) > কাউকে উৎসর্গ করেন নি।
১১. "ক্ষণভঙ্গুর" (ভাদ্র ১৩৫২) > মাতা মৃণালিনী দেবীকে।
১২. "অসাধারণ" (বৈশাখ ১৩৫৩) > তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।
১৩. "মুখোশ ও মুখশ্রী" (অগ্রহায়ণ ১৩৫৪) > মামা বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে।
১৪. "আচার্য কৃপালিনী কলোনি" (আশ্বিন ১৩৫৫) > বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) কে।
১৫. "জ্যোতিরিঙ্গন" (চৈত্র ১৩৫৫) > বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে।
১৬. "কুশল পাহাড়ী" (পৌষ ১৩৫৭) > কবিশেখর কালিদাস রায়কে।
১৭. "রূপ হলুদ" (জৈষ্ঠ ১৩৬৪) > কাউকে উৎসর্গ করেন নি।
১৮. "অনুসন্ধান" (মাঘ ১৩৬৬) > কাউকে উৎসর্গ করেন নি।
১৯. "ছায়াছবি" ( ফাল্গুন ১৩৬৬) > কাউকে উৎসর্গ করেন নি।
২০. "বিভূতিভূষনের শ্রেষ্ঠ গল্প"(ভাদ্র ১৩৫৪) > কাউকে উৎসর্গ করেন নি।
২১. "গল্প পঞ্চাশৎ" (পৌষ ১৩৬৩) > কাউকে উৎসর্গ করেন নি।
২২. "বিভূতিভূষণের ভৌতিক গল্প" (আষাঢ় ১৩৭৮) > কাউকে উৎসর্গ করেন নি।
★ মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের পূর্বনাম ও নামান্তর ★
---বর্তমান নাম ----- পূর্বনাম
১. "দিবারাত্রির কাব্য"(১৯৩৫) >>> "একটি দিন ও একটি রাত" (একটি বস্তুসংকেতের কল্পনামূলক কাহিনী)।
২. "দর্পণ" (১৯৪৫) >>> "জাগো জাগো" (প্রভাতী পত্রিকা) ।
৩. "চিন্তামণি" (১৯৪৬) >>> "রাঙামাটির চাষী" (পূর্ব্বাশা পত্রিকা)।
৪. "জীয়ন্ত" (১৯৫০) >>> "কলম পেষার ইতিকথা" (পরিচয় পত্রিকা)।
৫. "স্বাধীনতার স্বাদ" (১৯৫১) >>> "নগরবাসী" (বসুমতী পত্রিকা)।
৬. "পরাধীন প্রেম" (১৯৫৫) >>> "বাস্তবিক" (অনন্যা পত্রিকা)।
৭. "প্রাণেশ্বরের উপাখ্যান" (১৯৫৬) >>> "প্রাণেশ্বর" (উল্টোরথ পত্রিকা)।
৮. "মাটি ঘেঁষা মানুষ" (১৯৫৭) >>> "একটি চাষীর মেয়ে" (বসুমতী পত্রিকা)।
--------------------------------------------------------------------------------
১. "এমন কর্ম আর করবো না" - অলীকবাবু চরিত্রে ১৮৭৭.
২. "মানময়ী" - মদন চরিত্রে ১৮৮০
৩. "বিবাহ উৎসব" - জনৈক নারী চরিত্রে
৪. "বাল্মীকি-প্রতিভা" - বাল্মীকি চরিত্রে ১৮৮১
৫. "কালমৃগয়া" - অন্ধমুনির চরিত্রে ১৮৮২
৬. "রাজা ও রানী" - বিক্রমদেব চরিত্রে ১৮৯০
৭. "বিসর্জন" - রঘুপতির চরিত্রে ১৮৯০
৮. "বৈকুন্ঠের খাতা" - কেদার চরিত্রে ১৯০৩
৯. "রাজা" - ঠাকুরদা চরিত্রে ১৯১১
১০. "ডাকঘর" - ঠাকুরদা চরিত্রে ১৯১১
১১. "অচলায়তন" - আচার্য অদীনপুণ্য চরিত্রে ১৯১৪
১২. "ফাল্গুনী" - অন্ধ বাউল চরিত্রে ১৯১৫
১৩. "বিসর্জন" - জয়সিংহ চরিত্রে ১৯২৩
১৪. "নটীর পূজা" - উপালি চরিত্রে ১৯২৬
১৫. "তপতী" - বিক্রমদেব চরিত্রে ১৯২৯
১৬. "শারদোৎসব" - সন্ন্যাসী চরিত্রে ১৯৩৫
১৭. " অরূপরতন" - ঠাকুরদা চরিত্রে ১৯৩৫
১৮. "অরূপরতন" - রাজা চরিত্রে ১৯৩৫
-----------------------------------------------
★বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "আরণ্যক" - প্রাদেশিক ভাষায় ★
---------------------------------------------------
১. "বনচরী" - অনুবাদক "লক্ষ্মীনারায়ণ মহান্তি" ১৯৬৩ (ওড়িয়া ভাষা)।
২. "আরণ্যক" - অনুবাদক "চন্দ্রকান্ত মেহতা" ১৯৬১ (গুজরাটি ভাষা)।
৩. "আরণ্যক" - অনুবাদক "শঙ্কর লালাজী শাস্ত্রী" ১৯৬৪ (মারাঠি ভাষা) ।
৪. "বনবাসী" - অনুবাদক "সুরমপুরী সীতারাম" ১৯৬১ (তেলেগু ভাষা)।
৫. "আরণ্যক" - অনুবাদক "পি বাসুদেব কুরুপ" ১৯৫৮ (মালয়ালম ভাষা)।
৬. "বনবাসী" - অনুবাদক "অমর ভারতী" ১৯৫৭ (পাঞ্জাবি ভাষায়)
৭. "আরণ্যক" - অনুবাদক "হংস কুমার তেওয়ারি" ১৯৫৭ (হিন্দি ভাষা) ।
★তারাশঙ্করের উপন্যাসের নাম / নামান্তর ★
------------------------------------------------------------------------
১. চৈতালি ঘূর্ণি (১৯৩১) > "শ্মশানের পথে"।
২. নীলকন্ঠ (১৯৩৩) > "যোগ-বিয়োগ"। উপাসনা পত্রিকা ।
৩. প্রেম ও প্রয়োজন (১৯৩৬) > "বেসাতী"। উপাসনা পত্রিকা।
৪. আগুন (১৯৩৭) > " কালপুরুষ " । দেশ পত্রিকা।
৫. ধাত্রীদেবতা (১৯৩৯) > "জমিদারের মেয়ে" । বঙ্গশ্রী পত্রিকা।
৬. কালিন্দী (১৯৪০) > "ফল্গু" । পরিচয় পত্রিকা।
৭. গণদেবতা (১৯৪৩) > "চন্ডীমন্ডপ" । ভারতবর্ষ পত্রিকা।
৮. নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩) > "শবলার কথা, পিঙ্গলার কথা"। সত্যযুগ পত্রিকা।
৯. সন্দীপন পাঠশালা (১৯৪৬) > "উদয়াস্ত" । কৃষক পত্রিকা।
১০. আরোগ্য নিকেতন (১৯৫৩) > "সঞ্জীবন ফার্মাসী" । শারদীয়া আনন্দ বাজার পত্রিকা।
১১. চাপাডাঙার বৌ ( ১৯৫৫) > "বড় বৌ" । উপাসনা পত্রিকা।
১২. যোগভ্রষ্ট (১৯৬০) > "যবণিকা" । উল্টোরথ পত্রিকা।
১৩. কান্না (১৯৬৩) > "অভিষেক" । নবকল্লোল পত্রিকা।
১৪. কালবৈশাখী ( ১৯৬৩) > "ঝড় ও ঝরাপাতা" ।
১৫. গুরুদক্ষিণা ( ১৯৬৬) > "হেডমাস্টার" ।
★ এক ঝলকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থের প্রকাশকাল ও উৎসর্গ তালিকা ★
১. "মেঘ-মল্লার" (শ্রাবণ ১৩৩৮) > মেজমামা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।
২. "মৌরীফুল" (ভাদ্র ১৩৩৯) > বিভূতিভূষণ বসুকে।
৩. "যাত্রাবদল" (কার্তিক ১৩৪১) > ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে।
৪. "জন্ম ও মৃত্যু" (আশ্বিন ১৩৪৪) > সুপ্রভাকে।
৫. "কিন্নর দল" (কার্তিক ১৩৪৫) > কাউকে উৎসর্গ করেন নি।
৬. "বেণীগীর ফুলবাড়ি" (বৈশাখ ১৩৪৮) > জাহ্নবী দেবীকে।
৭. "নবাগত" (মাঘ ১৩৫০) > অধ্যাপক বুদ্ধদেব ভট্টাচার্যকে।
৮. "তালনবমী" (বৈশাখ ১৩৫১) > কাউকে উৎসর্গ করেন নি।
৯. "উপলখন্ড" (বৈশাখ ১৩৫২) > কাউকে উৎসর্গ করেন নি।
১০. "বিধুমাস্টার" (জ্যৈষ্ঠ ১৩৫২) > কাউকে উৎসর্গ করেন নি।
১১. "ক্ষণভঙ্গুর" (ভাদ্র ১৩৫২) > মাতা মৃণালিনী দেবীকে।
১২. "অসাধারণ" (বৈশাখ ১৩৫৩) > তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।
১৩. "মুখোশ ও মুখশ্রী" (অগ্রহায়ণ ১৩৫৪) > মামা বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে।
১৪. "আচার্য কৃপালিনী কলোনি" (আশ্বিন ১৩৫৫) > বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) কে।
১৫. "জ্যোতিরিঙ্গন" (চৈত্র ১৩৫৫) > বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে।
১৬. "কুশল পাহাড়ী" (পৌষ ১৩৫৭) > কবিশেখর কালিদাস রায়কে।
১৭. "রূপ হলুদ" (জৈষ্ঠ ১৩৬৪) > কাউকে উৎসর্গ করেন নি।
১৮. "অনুসন্ধান" (মাঘ ১৩৬৬) > কাউকে উৎসর্গ করেন নি।
১৯. "ছায়াছবি" ( ফাল্গুন ১৩৬৬) > কাউকে উৎসর্গ করেন নি।
২০. "বিভূতিভূষনের শ্রেষ্ঠ গল্প"(ভাদ্র ১৩৫৪) > কাউকে উৎসর্গ করেন নি।
২১. "গল্প পঞ্চাশৎ" (পৌষ ১৩৬৩) > কাউকে উৎসর্গ করেন নি।
২২. "বিভূতিভূষণের ভৌতিক গল্প" (আষাঢ় ১৩৭৮) > কাউকে উৎসর্গ করেন নি।
★ মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের পূর্বনাম ও নামান্তর ★
---বর্তমান নাম ----- পূর্বনাম
১. "দিবারাত্রির কাব্য"(১৯৩৫) >>> "একটি দিন ও একটি রাত" (একটি বস্তুসংকেতের কল্পনামূলক কাহিনী)।
২. "দর্পণ" (১৯৪৫) >>> "জাগো জাগো" (প্রভাতী পত্রিকা) ।
৩. "চিন্তামণি" (১৯৪৬) >>> "রাঙামাটির চাষী" (পূর্ব্বাশা পত্রিকা)।
৪. "জীয়ন্ত" (১৯৫০) >>> "কলম পেষার ইতিকথা" (পরিচয় পত্রিকা)।
৫. "স্বাধীনতার স্বাদ" (১৯৫১) >>> "নগরবাসী" (বসুমতী পত্রিকা)।
৬. "পরাধীন প্রেম" (১৯৫৫) >>> "বাস্তবিক" (অনন্যা পত্রিকা)।
৭. "প্রাণেশ্বরের উপাখ্যান" (১৯৫৬) >>> "প্রাণেশ্বর" (উল্টোরথ পত্রিকা)।
৮. "মাটি ঘেঁষা মানুষ" (১৯৫৭) >>> "একটি চাষীর মেয়ে" (বসুমতী পত্রিকা)।
★তথ্যসংগ্রহে -- প্রীতম চক্রবর্তী ★
★অ্যাডমিন সাকসেস বাংলা★