বাংলা ছন্দের নামকরণ

            ★ছন্দের নামকরণ★

             **স্বরবৃত্ত**

(১) "স্বরবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(২)"দলমাত্রিক":- প্রবোধচন্দ্র সেন।
(৩)"শ্বাসাঘাত প্রধান":- অমূল্যধন মুখোপাধ্যায়।
(৪)"লৌকিক ছন্দ":- প্রবোধচন্দ্র সেন।
(৫)দলবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(৬)"বলবৃত্ত":- তারাপদ ভট্টাচার্য।
(৭)"প্রাকৃত বাংলার ছন্দ":- রবীন্দ্রনাথ ঠাকুর।
(৮)"ছড়ার ছন্দ":- প্রচলিত।
(৯)"কথ্য ভাষার পর্বভূমক":- মোহিতলাল মজুমদার

               ***মাত্রাবৃত্ত***

(১)"মাত্রাবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(২)"কলাবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(৩)"সরলকলামাত্রিক":- প্রবোধচন্দ্র সেন।
(৪)"ধ্বনিপ্রধান":- অমূল্যধন মুখোপাধ্যায়।
(৫)"সংস্কৃত ভাঙা":- রবীন্দ্রনাথ ঠাকুর।
(৬)"সাধুভাষার পর্বভূমক":- মোহিতলাল মজুমদার।

             ***অক্ষরবৃত্ত***

(১)"অক্ষরবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(২)" মিশ্রবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(৩)" মিশ্রকলাবৃত্ত":- প্রবোধচন্দ্র সেন।
(৪)"জটিল কলামাত্রিক:- প্রবোধচন্দ্র সেন।
(৫)"বিশিষ্ট কলামাত্রিক":- প্রবোধচন্দ্র  সেন।
(৬)"তানপ্রধান":- অমূল্যধন মুখোপাধ্যায়।
(৭)"সাধু বাংলার ছন্দ":- রবীন্দ্রনাথ।
(৮)"পয়ার জাতীয় ছন্দ":- রবীন্দ্রনাথ।
(৯)"পদভূমক":- মোহিতলাল মজুমদার।

   
★তথ্যসংগ্রহ--সুব্রত সরকার ★
★অ্যাডমিন সাকসেস বাংলা★

Share this