রবীন্দ্রোত্তর কবিসমাজ : একটি সাধারণ রেখাচিত্র
আধুনিক বাংলা সাহিত্যে;বিশেষ করে কাব্যে, রবীন্দ্রনাথের ব্যাপক বিস্তৃতির কথা তো আমাদের প্রত্যেকেরই জানা৷ কিন্তু রবীন্দ্রবলয়ের বহির্জগতেও বাংলা আধুনিক কাব্যের একটি সুবৃহৎ পৃথিবী আছে৷ সেই পৃথিবী হয়তোবা রবীন্দ্রযামিনীর মতো ততটা জ্যোৎস্না স্নাত নয়;অপেক্ষাকৃত একটু বেশী ধূসর৷ মর্ত্যপৃথিবীর রূপ,গন্ধ,স্পর্শ,আবেগ,অনুভূতি,মিস্টিক ভাবনা এবং নস্টালজিতে আশ্রয় করে,এই সময়ের কবিরা বাস্তবের ধূপছায়াময় বলয়বেষ্টিত জগতটিকে তুলে ধরলেন তাঁদের কবিতায়৷
* রবীন্দ্র সমসাময়িক ও পরবর্তী কবিদের স্পষ্ট দুটি ধারা৷ একদল সরাসরি রবীন্দ্রানুসারী; অন্যদল রবীন্দ্র প্রভাব মুক্ত৷
সুধী কবি ও সমালোচক বুদ্ধদেব বসু তাঁর 'রবীন্দ্রনাথ ও উত্তরসাধক' প্রবন্ধে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন৷
#রবীন্দ্রানুসারী কবিসমাজঃ সত্যেন্দ্রনাথ দত্ত,কালিদাস রায়,কুমুদরঞ্জন মল্লিক,মানকুমারী বসু,কামিনী রায়,দ্বিজেন্দ্রলাল রায়,করুণানিধান বন্দ্যোপাধ্যায়,কিরণধন চট্টোপাধ্যায়,যতীন্দ্রমোহন বাগচী,আমিয় চক্রবর্তী প্রমুখ কবিরা৷
#রবীন্দ্রোত্তর কবিসমাজঃ রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক সময়ের কবি হয়েও ভাবগত দিক থেকে সম্পূর্ণভাবেই রবীন্দ্রপ্রভাব মুক্ত তিনজন কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত,কাজী নজরুল ইসলাম ও মোহিতলাল মজুমদার৷ আধুনিক কবিসমাজ রবীন্দ্রনাথের রোম্যাণ্টিক কাব্যকুঞ্জে আশ্রয় খুঁজে না পেয়ে,এই ত্রয়ীকবিকে তাঁদের পুরোধা পুরুষ হিসাবে বরণ করে নিলেন৷
##কল্লোলের সময়পর্ব থেকে আধুনিক কবিদের ধারাবাহিক রেখাচিত্রটি এইরকমঃ
#৩০এর দশকঃ জীবনানন্দ দাশ,বুদ্ধদেব বসু,সুধীন্দ্রনাথ দত্ত,বিষ্ণু দে,অজিত দত্ত,জসীমুদ্দীন ও সমর সেন৷
#৪০এর দশকঃ দিনেশ দাস,সুভাষ মুখোপাধ্যায়,অরুণ মিত্র,কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়,মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়,সুকান্ত ভট্টাচার্য্য ও বীরেন্দ্র চট্টোপাধ্যায়৷
#৫০এর দশকঃ রাম বসু,নীরেন্দ্রনাথ চক্রবর্তী,কৃষ্ণ ধর,গৌরাঙ্গ ভৌমিক,শক্তি চট্টোপাধ্যায়,শঙ্খ ঘোষ,সুনীল গঙ্গোপাধ্যায়,তরুণ সান্যাল,অলোকরঞ্জন দাশগুপ্ত,অমিতাভ দাশগুপ্ত ও বিনয় মজুমদার৷
#৬০এর দশকঃ ভাস্কর চক্রবর্তী,তুষার রায়,পবিত্র মুখোপাধ্যায়,মলয় রায়চৌধুরী,দেবী রায় ও সমীর রায়চৌধুরী৷
#৭০এর দশকঃ কৃষ্ণা বসু,জয় গোস্বামী,সুবোধ সরকার,ব্রত চক্রবর্তী,মল্লিকা সেনগুপ্ত৷
#৮০এর দশকঃ বিশ্বনাথ সিংহ,সুভাষ চন্দ্র ঘোষ,সোমেশলাল মুখোপাধ্যায় ও অনীক রুদ্র৷
#৯০এর দশকঃ সুদীপ্ত মাজি,নিখিলেশ রায়,অমিতবিক্রম রানা,হৃষিতা গুপ্তবক্সী,প্রসুন ভৌমিক,মনোজ ভোজ,রাজীব মিত্র৷
#মূল্যায়নঃ আধুনিক জীবন জিজ্ঞাসা,দর্শন,দুর্ভিক্ষ,মন্বন্তর,নকশাল আন্দোলন,হাংরি জেনারেশন,নারীবাদী,আধুনিকোত্তর এবং উত্তর আধুনিক চেতনা বাংলা আধুনিক কবিতাকে আধুনিকতার পর্ব থেকে পর্বান্তরে ধাবিত করেছে৷৷
ঋণস্বীকারঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ
#আলোচকঃ ধনঞ্জয় চক্রবর্তী
বাংলা ভাষা ও সাহিত্য
নিয়ামক, Success বাংলা