বাংলা বারোয়ারি উপন্যাস


****বাংলা বারোয়ারি উপন্যাস****

১. "বারোয়ারি" (১৩২৭ বং) = শরৎচন্দ্র, প্রেমাঙ্কুর আতর্থী, সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়, নরেন্দ্র দেব, প্রভাতকুমার মুখোপাধ্যায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রকুমার রায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত।

২. "বান্ধবী" (১৩৪১ বং) = নরেশ্চন্দ্র সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রবোধ কুমার সান্যাল, শৈলজানন্দ মুখোপাধ্যায়।

৩. "ঝড়ের দোলা" (১৩২৯ বং) = সুনীতি দেবী, গোকুলচন্দ্র নাগ, মনীন্দ্রলাল বসু, দীনেশরঞ্জন দাস।

৪. "চতুর্ভুজ" = সুকান্ত ভট্টাচার্য্য, অরুণাচল বসু, বিমল ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ ভট্টাচার্য্য

৫. "‘সবুজ মানুষ’"  =  অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী , প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়।

৬. "রসচক্র" (১৩৪৩ বং) = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কালিদাস রায়, বিশ্বপতি চৌধুরী, রাধেশ রায়, সরোজকুমার রায় চৌধুরী ।

৭. "কো-এডুকেশন" (১৩৪৭ বং) = সজনীকান্ত দাস, হেমেন্দ্র কুমার রায়, সরোজ কুমার রায়চৌধুরী, সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বিশী, মনমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।

৮. "পঞ্চদশী" (১৩৪৮ বং) = পরিমল গোস্বামী,  হেমেন্দ্র কুমার রায়, সরোজ কুমার রায়চৌধুরী, সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, কেশবচন্দ্র গুপ্ত, প্রেমাঙ্কুর আতর্থী, নরেন্দ্র দেব, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস,  নরেশ্চন্দ্র সেনগুপ্ত।

৯. "ভালোমন্দ" = চারুচন্দ্র চট্টোপাধ্যায়, সরোজ কুমার রায়চৌধুরী, অবিনাশ ঘোষাল।

১০. "নাগরিকা" = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, সরোজ কুমার রায়চৌধুরী , সমরেশ বসু।

১১. "মীনকেতুর কৌতুক" = মনীন্দ্রলাল বসু, সরোজ কুমার রায়চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১২. "বাঁকালেখা" (১৩৩৩বং) = প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

১৩. "বিসর্পিল" (১৩৪১ বং) = বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র,  অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

১৪. "বনশ্রী" (১৩৪১ বং) = অচিন্ত্যকুমার সেনগুপ্ত,বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র।

১৫. "সাগর রহস্য" (১৩৪২বং) = বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র।

১৬. "হট্টমেলার দেশে" (১৩৮৮বং) = লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র।

১৭. "হীরে মতি পান্না" (১৩৮৫বং) = অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার।

১৮. "আজগুবি জানোয়ার" (১৩৪৩বং) = বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র।

১৯. "টাকা গাছ" (১৩৬৮বং) = জয়ন্ত চৌধুরী, লীলা মজুমদার।

২০. "পাঞ্চজন্য" (১৩৯৪বং) = সমরেশ বসু, সুকুমার সেন, আনন্দ বাগচি, সুভদ্র কুমার সেন, রঞ্জিত চট্টোপাধ্যায়।

২১. ‘অজানার উজানে’ (১৩৪২বং) = মোহনলাল গঙ্গোপাধ্যায়, শোভনলাল গঙ্গোপাধ্যায়, অখিল নিয়োগী, সুনির্মল বসু, যতীন সাহা, 
শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, প্রবোধ কুমার সান্যাল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়চৌধুরী, খগেন্দ্রনাথ মিত্র, ক্ষিতীশচন্দ্র ভট্টাচার্য। 

(***সূর্য পোড়া ছাই***)
এডমিন সাকসেস বাংলা

Share this