তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গকৃত গ্রন্থ


তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গকৃত গ্রন্থ
------------------------------------------------------------------

উপন্যাস :-
১. চৈতালি ঘূর্ণি (১৯৩১) = নেতাজী সুভাষচন্দ্র বসুকে।
২. নীলকন্ঠ (১৯৩৩) = শৈলজানন্দ মুখোপাধ্যায়কে।
৩. রাইকমল (১৯৩৫) = স্ত্রী উমাশশী দেবীকে।
৪. প্রেম ও প্রয়োজন (১৯৩৬) = সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়কে।
৫. আগুন (১৯৩৭) = পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়কে।
৬. ধাত্রীদেবতা (১৯৩৯) = মাতা প্রভাবতী দেবী ও পিসিমার শ্রীচরণে।
৭. কালিন্দী (১৯৪০) = সজনীকান্ত দাসকে।
৮. কবি (১৯৪২) = মোহিতলাল মজুমদারকে।
৯. গণদেবতা (১৯৪৩) = সরোজ কুমার রায়চৌধুরীকে।
১০. মন্বন্তর (১৯৪৪) = বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) কে।
১১. পঞ্চগ্রাম (১৯৪৪) = কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে।
১২. হারানো সুর (১৯৪৫) = সুবলচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
১৩. সন্দীপন পাঠশালা (১৯৪৬) = প্রেমাঙ্কুর আতর্থীকে।
১৪. ঝড় ও ঝরাপাতা (১৯৪৬) = অচিন্ত্যকুমার সেনগুপ্তকে।
১৫. অভিযান (১৯৪৬) = মানিক বন্দ্যোপাধ্যায়কে।
১৬. হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭) = কবিশেখর কালিদাস রায়কে।
১৭. তামস তপস্যা (১৯৪৮) = কিরণ কুমার রায়কে।
১৮. পদচিহ্ন (১৯৫০) = প্রেমেন্দ্র মিত্রকে।
১৯. উত্তরায়ণ (১৯৫২) = প্রবোধ কুমার সান্যালকে।
২০. নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩) = নারায়ণ চৌধুরী, সন্তোষ কুমার ঘোষ ও অনিল চক্রবর্তীকে।
২১. আরোগ্য নিকেতন (১৯৫৩) = মনোজ বসুকে।
২২. স্বর্গ-মর্ত্য (১৯৫৪) = নীহার রঞ্জন গুপ্তকে।
২৩. চাঁপাডাঙার বৌ (১৯৫৫) = শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে।
২৪. বিচারক (১৯৫৬) = পরশুরাম (রাজশেখর বসু)কে।
২৫. পঞ্চপুত্তলী (১৯৫৬) = স্ত্রী উমাশশী দেবীকে।
২৬. সপ্তপদী (১৯৫৮) = বিমল সিংহকে।
২৭. বিপাশা (১৯৫৮) = রমাপদ চৌধুরীকে।
২৮. রাধা (১৯৫৮) = প্রেমেন্দ্র মিত্রকে।
২৯. যোগভ্রষ্ট (১৯৬০) = অতুল চন্দ্র গুপ্তকে।
৩০. মহাশ্বেতা (১৯৬০)= গজেন্দ্র কুমার মিত্রকে।
৩১. কান্না (১৯৬৩) = শশীভূষণ দাশগুপ্তকে।
৩২. যতিভঙ্গ (১৯৬৩) = বিশ্বনাথ রায়কে।
৩৩. একতি চড়ুই পাখি ও কালো মেয়ে (১৯৬৩) = সত্যজিৎ রায়কে।
৩৪. মঞ্জরি অপেরা (১৯৬৪) = শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে।
৩৫. জঙ্গলগড় (১৯৬৪) = হরিনারায়ণ চট্টোপাধ্যায়কে।
৩৬. ভুবনপুরের হাট (১৯৬৪) = শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়কে।
৩৭. বসন্তরাগ (১৯৬৪) = শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
৩৮. গন্নাবেগম (১৯৬৫) = মধুসূদন মজুমদারকে।
৩৯. অরণ্যবহ্নি (১৯৬৬) = নন্দগোপাল সেনগুপ্তকে।
৪০. গুরুদক্ষিণা (১৯৬৬) =শশীভূষণ নিয়োগীকে।
৪১. শুকসারীকথা (১৯৬৭) =  সুধাংশুমোহন বন্দ্যোপাধ্যায়কে।
৪২. মণি বউদি (১৯৬৯) = তুষারকান্তি ঘোষকে।
৪৩. ছায়াপথ (১৯৬৯) = হজরথ সারমাদের স্মৃতির উদ্দেশ্যে।
৪৪. কালরাত্রি (১৯৭০) = নির্মল খানকে।
৪৫. রূপসী বিহঙ্গিনী (১৯৭০) = সুধারানী দেবীকে।
৪৬. ফরিয়াদ (১৯৭১) = সন্তোষ কুমার ঘোষকে।
৪৭. অভিনেত্রী (১৯৭১) = নটসূর্য অহীন্দ্র চৌধুরীকে।


♦তথ্যদাতা -- সূর্য পোড়া ছাই।।

এডমিন, সাকসেস বাংলা গ্রুপ।।

Share this