গি দ্য মোপাসাঁ



     যাঁকে আধুনিক ছোটগল্পের অন্যতম জনক মনে করা হয়, তিনি উনিশ শতকের বিখ্যাত ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক গি দ্য মোপাসাঁ। তাঁর পুরো নাম হেনরি রেইনে আলবার্ট গি দ্য মোপাসাঁ। চাতুর্যপূর্ণ গল্পের প্লট তার লেখার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ১৮৮০ সালে একটি কাব্যগ্রন্থ 'De Ver' প্রকাশের মধ্যে দিয়ে তিনি সাহিত্যজগতে প্রবেশ করেন। ১৮৮০ সালেই প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প  "Boule de Suif". গল্পটি ফ্রাঙ্কো-প্রাশিয়ান যুদ্ধের পটভুমিতে লেখা হয়েছিল। ১৮৮১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প সঙ্কলন " La Maison Tellier". ১৮৮৩ খ্রিঃ প্রকাশিত হত তাঁর প্রথম উপন্যাস" Une Vie".  এই উপন্যাসটি পরবর্তীকালে "A Woman's Life" নামে ইংরেজিতে অনূদিত হয়। এবং প্রকাশে এক বছরের মধ্যে ২৫০০০ কপি বিক্রি হয়। মোপাসাঁর দ্বিতীয় উপন্যাস " Bel Ami" প্রকাশিত হয় ১৯৮৫ সালে। ১৮৮৮ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস "Pierre et Jean" 
     সাহিত্যের নানান ধারায় কাজ করলেও তিনি ছোটগল্পেরকার হিসবেই সবচেয়ে বেশি পরিচিত। তার গল্পে অতিবাস্তবতা, কল্পনা, অতিপ্রাকৃতিক, মনস্তাত্ত্বিক বিষয়সহ বিভিন্ন মানবিক সঙ্কটের উপস্থিতি লক্ষ্য করা যায়। ছোটগল্পকার হিসেবে যতটা সফল ছিলেন, ঔপন্যাসিক হিসাবে তিনি ততটা সফল হতে পারেননি। তিনি মাত্র এক দশক সাহিত্যচর্চার সুযোগ পান।  এই সংক্ষিপ্ত সময়ে তিনি প্রায় তিনশ ছোট গল্প, ছয়টি উপন্যাস, বেশ কিছু কবিতা এবং তিনটি ভ্রমণকাহিনী লেখেন।


একনজরে মোপাসাঁ'র রচনা সম্ভার
কাব্যগ্রন্থ
Des Vers (1880)

গল্প সঙ্কলন
1.La Maison Tellier (1881)
2.Mademoiselle Fifi (1883)
3.Contes de la Bécasse (1883)
4.Miss Harriet (1884)
5.Les Sœurs Rondoli (1884)
6.Clair de lune (1884)
7.Yvette (1884)
8.Contes du jour et de la nuit (1885)
9. Monsieur Parent (1886)
10.La Petite Roque (1886)
11.Toine (1886)
12.Le Horla (1887)
13.Le Rosier de Madame Husson (1888)
14.La Main gauche (1889)
15.L'Inutile Beauté (1890)

উপন্যাস
1.Une Vie (1883)
2.Bel-Ami (1885)
3.Mont-Oriol (1887)
4.Pierre et Jean (1888)
5.Fort comme la mort (1889)
6.Notre Cœur (1890)

ভ্রমণ কাহিনী
1.Au soleil (1884)
2.Sur l'eau (1888)
3.La Vie errante (1890)

আলোচক - সুশান্ত কর্মকার

Share this