সামগ্রিক আকারে বিজন ভট্টাচার্য সম্পর্কিত তথ্যবহুল পোস্ট



।। সামগ্রিক আকারে বিজন ভট্টাচার্য সম্পর্কিত তথ্যবহুল পোস্ট ।।

বিজন ভট্টাচার্য 
জন্ম: জুলাই ১৭, ১৯১৭ ফরিদপুর, বাংলাদেশ

::তাঁর লেখা নাটকের মধ্যে কয়েকটি::
আগুন(১৯৪৩) জবানবন্দী (১৯৪৩) নবান্ন (১৯৪৪) জীয়নকন্যা (১৯৪৫) মরাচাঁদ (১৯৪৬) অবরোধ(১৯৪৭) কলঙ্ক(১৯৫০) জননেতা(১৯৫০) জতুগৃহ(১৯৫২) মাস্টারমশাই(১৯৬১) গোত্রান্তর (১৯৬১) ছায়াপথ (১৯৬১) দেবীগর্জন (১৯৬৬) কৃষ্ণপক্ষ (১৯৬৬) ধর্মগোলা (১৯৬৭) গর্ভবতী জননী (১৯৬৯) আজ বসন্ত (১৯৭০) লাস ঘুইর‌্যা যাউক (১৯৭০) স্বর্ণকুম্ভ(১৯৭০) চলো সাগরে (১৯৭২) চুল্লি(১৯৭৪) হাঁসখালির হাঁস (১৯৭৬)


::নাটকের অভিনয়ে অভিনেতা হিসাবে বিজন ভট্টাচার্য::
১. "আগুন" নাটক (১৯৪৩) – "কৃষাণ" চরিত্র।
২. "জবানবন্দী" নাটক (১৯৪৩) – "বেন্দা" চরিত্র ।
৩. "নবান্ন" নাটক (১৯৪৪) – "প্রধান সমাদ্দার" চরিত্র।
৪. "মরাচাঁদ" নাটক (১৯৪৬) – "পবন" চরিত্র ।
৫. "মরাচাঁদ" নাটক (১৯৪৬) – "কেতকাদাস" চরিত্র।
৬. "গোত্রান্তর" নাটক (১৯৬১) – "হরেন মাস্টার" চরিত্র।
৭. "ছায়াপথ" নাটক (১৯৬১) – "মাতাল" চরিত্র ।
৮. "দেবীগর্জন" নাটক (১৯৬৬) – "প্রভঞ্জন" চরিত্র।
৯. "কৃষ্ণপক্ষ" নাটক (১৯৬৬) – "আত্মারাম" চরিত্র।
১০. "কৃষ্ণপক্ষ" নাটক (১৯৬৬) – "দয়ারাম" চরিত্র।
১১. "গর্ভবতী জননী" নাটক (১৯৬৯) – "মামা" চরিত্র ।
১২. "আজ বসন্ত" নাটক (১৯৭০) – "কেদার" চরিত্র।
১৩. "সোনার বাংলা" নাটক (১৯৭১) – "গাজী" চরিত্র।
১৪. "চলো সাগরে" নাটক (১৯৭২) – "সুরেন ডাক্তার" চরিত্র ।
১৫. "গর্ভবতী জননী" (১৯৬৯) – "ডাক্তার" চরিত্র।

::বিজন ভট্টাচার্যের নাটকের প্রথম মঞ্চায়ন স্থান::
১. "আগুন" – নাট্যভারতী (গ্রেস সিনেমা)।
২. "জবানবন্দী" – স্টার থিয়েটার।
৩. "নবান্ন" – শ্রীরঙ্গম মঞ্চ।
৪. "মরাচাঁদ" – নিউ এম্পায়ার থিয়েটার।
৫. "জীয়নকন্যা" – রঙমহল থিয়েটার।
৬. "কলঙ্ক" – ই.বি.আর. ম্যানসন ইন্সটিটিউট।
৭. "গোত্রান্তর" – নিউ এম্পায়ার থিয়েটার।
৮. "ছায়াপথ" – মিনার্ভা থিয়েটার।
৯. "মাস্টারমশাই" – পার্ক সার্কাস থিয়েটার।
১০. "দেবীগর্জন" – ওয়েলিংটন স্কোয়ার(জাতীয় সংহতি সম্মেলন)।
১১. "কৃষ্ণপক্ষ" – রবীন্দ্রসদন মঞ্চ।
১২. "গর্ভবতী জননী" – মুক্তঅঙ্গন রঙ্গালয়।
১৩. "সোনার বাংলা" – ইডেন গার্ডেন।
১৪. "আজ বসন্ত" –  আকাদেমি অফ ফাইন আর্টস।
১৫. "চলো সাগরে" – তপন থিয়েটার।

:: বিজন ভট্টাচার্যের নাটক পত্রিকায় প্রথম প্রকাশের তালিকা ::
১. আগুন – অরণি পত্রিকা , ১৯৪৩
২. আগুন – বহুরূপী পত্রিকা পুনঃমুদ্রিত ১৯৬৯
৩. জবানবন্দী – অরণি পত্রিকা, ১৯৪৩
৪. নবান্ন – অরণি পত্রিকা ১৯৪৩
৫. অবরোধ – গন্ধর্ব পত্রিকা ১৯৪৬
৬. জননেতা – শারদীয় পরিচয় পত্রিকা ১৯৫১
৭. জতুগৃহ – পরিচয় পত্রিকা ১৯৫২
৮. গোত্রান্তর – শারদীয়া বসুমতী পত্রিকা ১৯৫৭
৯. মরাচাঁদ – চলচ্চিত্র পত্রিকা ১৯৬১
১০. দেবীগর্জন – শারদীয়া গল্পভারতী পত্রিকা ১৯৬৬
১১. কৃষ্ণপক্ষ – শারদীয়া থিয়েটার পত্রিকা ১৯৬৬
১২. সাগ্নিক – সপ্তাহ পত্রিকা ১৯৬৮
১৩. আজ বসন্ত – শারদীয়া গল্প ভারতী ১৯৭০
১৪. চলো সাগরে – পরিচয় পত্রিকা ১৯৭১-৭২
১৫. চুল্লী – শারদীয়া সপ্তাহ পত্রিকা ১৯৭৪
১৬. হাঁসখালির হাঁস – সপ্তাহ পত্রিকা ১৯৭৭
১৭. কলঙ্ক – স্বাধীনতা পত্রিকা ১৯৫০-৫১
১৮. স্বর্ণকুম্ভ – শারদীয় কালান্তর ১৯৭০
১৯. লাস ঘুইর‍্যা যাউক – শারদীয় অভিনয় পত্রিকা ১৯৭০

:: বিজন ভট্টাচার্যের জন্মদিনে তাঁকে নিয়ে কিছু প্রশ্ন ::
১. বিজন ভট্টাচার্যের ছদ্মনাম কী?
উঃ সহযাত্রী।
২. বিজন ভট্টাচার্যের একটি অসমাপ্ত নাটকের নাম বলুন।
উঃ প্রস্তাবনা, অপারেশন বোড়াল ইত্যাদি।
৩. বিজন ভট্টাচার্যের এমন দুই নাটকের নাম বলুন যা কখনো মঞ্চস্থ হয়নি।
উঃ অবরধ, জননেতা, সাগ্নিক ইত্যাদি।
৪. বিজন ভট্টাচার্যের কোন নাটকে প্রথম তৃপ্তি মিত্র অভিনয় করেন?
উঃ "আগুন"।
৫. বিজন ভট্টাচার্য "নবান্ন" কাকে উৎসর্গ করেন ?
উঃ আমিনপুরকে।
৬. বিজন ভট্টাচার্যের কোন নাটকে মহাশ্বেতা দেবী অভিনয় করেছিলেন ?
উঃ জীয়নকন্যা।
৭. দেবীগর্জন নাটকের উৎস কোন নাটক ?
উঃ "কলঙ্ক" নামে একাংক নাটক।
৮. বিজন ভট্টাচার্য তাঁর কোন নাটক শিশির ভাদুড়িকে উৎসর্গ করেন ?
উঃ- "গোত্রান্তর"।
৯. বিজন ভট্টাচার্যের এমন দুটি নাটকের নাম বলুন যেখানে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেন ।
উঃ- কৃষ্ণপক্ষ, গর্ভবতী জননী, মরাচাঁদ।
১০. বিজন ভট্টাচার্য "মরাচাঁদ" কাকে উৎসর্গ করেন ?
উঃ টগর অধিকারীকে।
১১. বিজন ভট্টাচার্য "ছায়াপথ" কাকে উৎসর্গ করেন ?
উঃ- বন্ধু অসিত বন্দ্যোপাধ্যায়কে।
১২. কার অনুরোধে বিজন ভট্টাচার্য "ধর্মগোলা" নাটক লিখেছিলেন ?
উঃ তৎকালীন মন্ত্রী সোমনাথ লাহিড়ির অনুরোধে।
১৩. বিজন ভট্টাচার্যের কোন নাটক "কবচকুন্ডল" দল প্রথম অভিনয় করে ?
উঃ- কৃষ্ণপক্ষ।
১৪. বিজন ভট্টাচার্যের কোন নাটকে কোন চরিত্রে তার পুত্র নবারুন ভট্টাচার্য প্রথম অভিনয় করেন ?
উঃ গোত্রান্তর (বিষ্ণুপদ চরিত্রে)।
১৫ বিজন ভট্টাচার্য তাঁর কোন নাটককে "ভেরি ভেরি এক্সপেরিমেন্টাল" বলেছেন ?
উঃ হাঁস খালির হাঁস ।

তথ্য সংগ্রহে - সূর্যপোড়া ছাই (প্রীতম চক্রবর্তী) 

Share this