উইলিয়ম শেক্সপীয়র জীবন ও সাহিত্য

উইলিয়ম শেক্সপীয়র জীবন ও সাহিত্য
----- রিক্ সরকার।।।

"ইংরেজি সাহিত্যের ইতিহাস"-- কথাটি  শোনামাত্রই প্রথমে যার ছবি আমাদের মনে ভেসে ওঠে তিনি হলেন উইলিয়াম শেক্সপীয়র। ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল জ্যোতিষ্ক ১৫৬৪ সালের ২৩ এপ্রিল ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার (Wawickshire) -এর অ্যাভন নদীর তীরের ছোট্ট শহর স্ট্রাটফোর্ডে জন্মগ্রহণ করেন। জন শেক্সপীয়র এবং  মেরীর তৃতীয় সন্তান উইলিয়াম শেক্সপীয়র পড়াশুনা করার সুযোগ খুব অল্পই পেয়েছেন। গ্রামের স্কুলে কিছু ল্যাটিন ও অঙ্ক শিখেছিলেন মাত্র। এরপর সংসারের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় তাকে স্কুল ছেড়ে অর্থোপার্জনে মনোযোগী হতে হয়।
*  মাত্র অাঠারো বছর বয়সে তিনি অ্যান্ হ্যাথ্যাওয়েকে বিয়ে করেন, যিনি ছিলেন শেক্সপীয়রের থেকে বয়সে বেশ কয়েক বছরের বড়। এরপর তাঁদের তিন সন্তান হয় দুটি মেয়ে (সুসানা ও জুডিথ) এবং একটি ছেলে (হ্যামনেট)। শেক্সপীয়রের বিবাহিত জীবন খুব সুখের ছিল না। ধীরে ধীরে সংসারের চাপ বৃদ্ধি এবং অার্থিক টানাপোড়নের মধ্যে পড়ে ১৫৮৭ সালে পরিবারকে স্ট্রাটফোর্ডে রেখে অর্থোপার্জনের জন্য লন্ডনে আসতে বাধ্য হলেন। তাঁর জীবনের এই ঘটনাই যেন শাপে বর হল। জীবন যেন এখান থেকেই বাঁক নিল এক নতুন পথে, যে পথ বিশ্বসাহিত্যকে করল অালোকিত। লন্ডনে এসে তিনি রঙ্গমঞ্চে কাজ নিলেন। প্রথমে সহকারী হিসাবে কাজ করলেও ধীরে ধীরে  অভিনয় ও নির্দেশনার কাজ করতে লাগলেন। রঙ্গমঞ্চের মালিকের কথায় অভিনীত নাটকগুলির কিছু কিছু স্থানে নানান পরিবর্তন এবং নতুন কিছু সংযোজনেরর  মধ্যে দিয়েই শুরু হল তাঁর হাতেখড়ি। এরপর নিজেই নাটক লেখার কাজে হাত দিলেন এবং পরপর চারটি নাটক লিখেও ফেললেন। লন্ডনের রঙ্গমঞ্চগুলোতে তখন 'ইউনিভার্সিটি উইট্'স' নামে খ্যাত নাট্যকারদের রমরমা বাজার। তারা শেক্সপীয়রকে ভালো চোখে নিলেন না। তাদের মধ্যে কেও কেও তো শেক্সপীয়রকে চুড়ান্ত অপমান করতেও ছাড়লেন না।অনেকে এই বলেও অপমান করলেন যে- একজন সাধারণ অভিনেতার অাবার নাটক লেখার দুঃসাহস কবে হলো! তবে এইসমস্ত অপমান শেক্সপীয়রকে দমিয়ে রাখতে পারে নি। প্রতিভার বিকাশকে যে কোন বাধায় অাটকে রাখতে পারে না শেক্সপীয়র তার জ্বলজ্বলন্ত প্রমান।
* যাইহোক এরপর শেক্সপীয়রকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 'লর্ড চেম্বারলেনস মেন' ও 'কিংস মেন' নামক দুটি বিখ্যাত নাট্যসংস্থায় তিনি অভিনয় করার সুযোগ পান। তাঁর অার্থিক সচ্ছলতা ফিরে আসে। শেক্সপীয়রের নাটক অভিনীত হতে থাকে লন্ডনের রঙ্গমঞ্চগুলোতে। ধীরে ধীরে তাঁর খ্যাতি লন্ডন পেরিয়ে ছড়িয়ে পড়ে সমস্ত বিশ্বে। শুধু নাট্যকার হিসাবেই নয় কবি হিসাবেও তিনি সুখ্যেতি অর্জন করেন। ১৬১০ খ্রি: শেক্সপীয়র লন্ডন ছেড়ে চলে আসেন নিজের জন্মভূমি স্ট্রাটফোর্ডে। তাঁর শেষ নাটকগুলি এখানে বসেই লেখা। ১৬১৬ খ্রি: ২৩ শে এপ্রিল মাত্র বাহান্ন বছর বয়সে তিনি মারা যান।
* সৃষ্টিকর্মঃ-   শেক্সপীয়র তাঁর সমগ্র জীবনে ৩৭ টি নাটক (যদিও তাঁর মোট নাটকের সংখ্যা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে) এবং ১৫৪ টি সনেট রচনা করেছেন।

তাঁর রচনাবলী---
প্রথম পর্ব:
ক. ঐতিহাসিক নাটক--
ষষ্ট হেনরি(Henry vi, 3 part ১৫৯১-৯২),
তৃতীয় রিচার্ড (১৫৯২-৯৩),
খ.ট্র্যাজেডি:
টাইটাস অ্যান্ড্রোনিকাস(১৫৯৪),
রোমিও অ্যান্ড জুলিয়েট(১৫৯৪),
গ. কমেডি:
দি কমেডি অফ এররস্(১৫৯৩),
টু জেন্টেলমেন অব ভেরোনা(১৫৯৪),
লাভ্স্ লেবারস লস্ট(১৫৯৪),
টেমিং অব দ্য শ্রু(১৫৯৪)
ঘ.আখ্যানধর্মী কাব্য:
ভেনাস এন্ড অ্যাডোনিস (১৫৯৩),
দি রেপ অব লুক্রিস(১৫৯৪),
দ্বিতীয় রিচার্ড (১৫৯৬),

দ্বিতীয় পর্ব:
ক. ঐতিহাসিক নাটক--
রাজা জন (১৫৯৬),চতুর্থ হেনরি(২ খন্ড ১৫৯৭-৯৮),পঞ্চম হেনরি(১৫৯৭-৯৮),জুলিয়াস সিজার(১৫৯৯)
খ. কমেডি:
এ মিড সামার নাইটস্ ড্রিম(১৫৯৬),
দি মার্চেন্ট অব ভেনিস(১৫৯৬),
দি মেরি ওয়াইভস্ অব উইন্ডসর(১৬০০),অ্যাজ ইউ লাইক ইট(১৬০০)
গ. কবিতা: -- সনেটগুচ্ছ (১৬০৯)

♦তৃতীয় পর্ব:
ক. ট্র্যাজেডি:
হ্যামলেট(১৬০১),ওথেলো(১৬০৪), কিং লীয়র (১৬০৫),ম্যাকবেথ(১৬০৬),অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা(১৬০৬-০৭)
খ.কমেডি:
টুয়েলফথ্ নাইট(১৬০১),ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা(১৬০২),অলস্ ওয়েল দ্যাট এণ্ডস্ ওয়েল(১৬০২),মেজার ফর মেজার(১৬০৪)।
♦চতুর্থ পর্ব:
ক. ঐতিহাসিক নাটক--
করিওল্যানাস(১৬০৩),টিমন অব এথেন্স(১৬০৮),পেরিক্লেস (১৬০৮),অষ্টম হেনরি(১৬১২)
খ.কমেডি:
সিমবেলিন (১৬১০), দ্য উইন্টার্স টেল (১৬১০),দি টেমপেস্ট (১৬১১)"

[★ শেক্সপীয়র রচনাবলীর পুরোটা -'ইংরেজি সাহিত্যের ইতিহাস'-- কুন্তল চট্টোপাধ্যায়-এর   বই থেকে নেওয়া হয়েছে।।]

♦শেক্সপীয়রের বিভিন্ন নাটকের বাংলা অনুবাদ এবং তাঁর নাটকের প্রভাবপুষ্ট বাংলা রচনা---

১.দি টেমিং অব দি শ্রু ---- জামাই বারিক।

২.ওথেলো------  অশ্রুমতী।

৩.কিং রিচার্ড দ্য থার্ড --- জনা ও সীমান্ত।

৪.রিচার্ড দ্য সেকেন্ড ---- সিরাজদৌল্লা।

৫.জুলিয়াস সীজার----- মীরকাশিম।

৬.ম্যাকবেথ ---- তারাবাঈ।

৭.কিং লীয়র --- সাজাহান।

৮.মেজার ফর মেজার ---- আদর্শ বন্ধু।

৯. দ্য টেম্পেস্ট--- নলিনীবসন্ত।

১.০সিম্বেলিন----- সুশীলা বীরসিংহ।

১১.  দ্য উইন্টারস্ টেল----- মদনমঞ্জরী।

১২ অ্যাজ ইউ লাইক ইট---- অনঙ্গরঙ্গিনী।

১৩.  হ্যামলেট ---- চন্দ্রনাথ , কীর্তিবিলাস ও শর্মিষ্ঠা নাটকের ১ম দৃশ্য

১৪.  রোমিও জুলিয়েট ---- বসন্তকুমারী।

১৫.  দি মার্চেন্ট অব ভেনিস--- সুরলতা।

১৭.অ্যান্টনী ক্লিওপেট্রা, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট -------- রাজা ও রাণী।।

♦গ্রন্থঋন/তথ্যসূত্র --

★-'ইংরেজি সাহিত্যের ইতিহাস'-- কুন্তল চট্টোপাধ্যায়

★-'ইংরেজি সাহিত্যের ইতিহাস'-- বিজিত ঘোষ।

★'ইংরেজি সাহিত্যের ইতিহাস'--ড.সুনীল কুমার সরকার।

★'প্রসঙ্গ ইংরেজি সাহিত্যের ইতিহাস'--ড.নীরদবরণ হাজরা।

★ গ্রুপ আলোচনা।

♦আলোচক -- রিক্ সরকার।

Share this