রবীন্দ্র পরবর্তী কালের, আরো স্পষ্ট করে বলতে গেলে উত্তর শরৎচন্দ্র যুগের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
জন্ম:- 1898 খ্রিষ্টাব্দে 24 জুলাই,বাংলা ১৩০৫ বঙ্গাব্দের ৮ ই শ্রাবণ শনিবার, বীরভূম জেলার অন্তর্গত লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা প্রভাবতী দেবী। লেখকের ডাক নাম ছিল হবু।
শিক্ষা:- তাঁর শিক্ষার সূচনা 1905 সালে। আঁট বছর বয়সে তাঁর দরজার গায়ে চক্ দিয়ে লেখা-
" পাখির ছানা মরে গিয়েছে
মা ডেকে ফিরে গিয়েছে
মাটির তলায় দিলাম সমাধি
আমরাও সবাই মিলিয়া কাঁদি।"
1915-16 খ্রি: প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন।
বিবাহ:- তাঁর বোন কমলার স্বগ্রামের লক্ষ্মীনারায়ণ সঙ্গে বিয়ে হয়, সেই সঙ্গে লক্ষ্মীনারায়ণ এর বোন উমাশশীর সঙ্গে তারাশঙ্কর এর বিবাহ হয়।bতাঁর দুজন পুত্র সনৎ কুমার, সরিৎ কুমার। তিনজন কন্যা গঙ্গা, বুলু, বাণী,ল। তাঁর জীবনের একটি দুঃখময় ঘটনা মেজো মেয়ে বুলুর মৃত্যু ১৩৩৯,৭ ই অগ্রহায়ন রাত দশটায়।
সাহিত্য জীবন:- 1930 সালে ডিসেম্বর মাসে জেল থেকে বের হবার আগের রাত্রে জেলখানায় "বিদায় অভিনন্দন সভা" বসেছিল। সভাপতি ছিলেন ডাক্তার শরৎচন্দ্র মুখোপাধ্যায়। এই সভাতেই তিনি সাহিত্য সেবা করার সঙ্কল্প নেওয়ার কথা ঘোষণা করেন।এবং জেলখানাতে বসেই চৈতালী ঘূর্ণি, পাষাণ পুরী উপন্যাস লিখেছিলেন।
প্রাপ্ত সম্মান:-
1: রবীন্দ্রস্মৃতি পুরস্কার-1955
2:অকাদেমী পুরস্কার -1956
3:কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক-1959
4: ভারতসরকার কতৃক:- পদ্মশ্রী-1962
5:শিশিরকুমার পুরস্কার:- 1963
6:ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার:- 1967
7: ভারতসরকার কতৃক পদ্মভূষণ:- 1968
8:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কতৃক মরণোত্তর ডি লিট-1971
9:কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট।
আত্মজীবনী:-
1: আমার কালের কথা-১৩৫৮ বঙ্গাব্দ
2:কৈশোর স্মৃতি-১৩৬৩
3:আমার সাহিত্য জীবন(১ম খন্ড)১৩৬০
4: আমার সাহিত্য জীবন(২ য় খন্ড)১৩৬৯
5:বিচিত্র(মনের আয়না)১৩৮৩
6:মস্কোতে কয়েকদিন ১৩৫৫
7:আমার কথা ১৪০২
প্রবন্ধ:-
1:সাহিত্যের সত্য -১৩৬৭ বঙ্গাব্দ
2:ভারতবর্ষ ও চীন - ১৩৭০
3:রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী- ১৩৭৮
4:পাঁচজন নাট্যকারের সন্ধানে ১৩৭০
5: গ্রামের চিঠি১৩৭৯
6: মনে রাখার মতো-১৪০৪
উপন্যাসের চলচ্চিত্র রূপ:-
তাঁর 32 টি ছোটগল্প,উপন্যাসের চলচ্চিত্র রূপ পেয়েছিল।এগুলোর মধ্যে উল্লেখযোগ্য:-
1:অগ্রদানী:- পলাশ বন্দ্যোপাধ্যায়( পরিচালক)
2: অভিযান:- সত্যজিৎ রায়।
3:উত্তরায়ন:- বিভূতি লাহা।
4:গনদেবতা:- তরুণ মজুমদার।
5:জলসাঘর:- সত্যজিৎ রায়।
6:দুই পুরুষ:- সুবোধ মিত্র ও দীলিপ রায়।
7:সপ্তপদী:- অজয় কর।এটি তাঁর উপন্যাসের শ্রেষ্ঠ চলচ্চিত্র।
চিত্র শিল্পী:- তারাশঙ্কর সাহিত্যের সঙ্গে সঙ্গে একজন চিত্র শিল্পী ও ছিলেন।সরিৎ বন্দ্যোপাধ্যায়ের " তারাশঙ্কর ও তৎকালীন সাহিত্য সমাজ" গ্রন্থে তাঁর অঙ্কিত চিত্রের পরিচয় পাই।সপ্তপদীর কৃষ্ণেন্দু ও রীনা ব্রাউন এর তিনি চিত্র অঙ্কন করেছেন।এ ছাড়াও নানা কাটুম কুটুম অঙ্কন করেছেন।
**********
আলোচক: সুশান্ত সরকার।
অ্যাডমিন, সাকসেস বাংলা।
তথ্য সূত্র: 1:সাহিত্যের ইতিহাস( অসিত কুমার বন্দ্যোপাধ্যায়,সুকুমার সেন,ভূদেব চৌধুরী)
2: মধ্যাহ্নে থেকে সায়াহ্নে:- অরুনকুমার মুখোপাধ্যায়।