বাংলা ব্যকরণ


ব্যাকরণ:- পৃথিবীর প্রায় প্রতিটি ভাষারই নিজস্ব ব্যাকরণ রয়েছে।ব্যাকরণ হলো একটি শাস্ত্র।যে শাস্ত্র কোনো একটি ভাষাকে শুদ্ধ ও পরিশিলীত ভাবে শিখতে ও লিখতে শেখায় এবং সেই সঙ্গে ভাষাকে বিজ্ঞানসম্মত ভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে।
 * প্রাচীন ভারতে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন পানিনি।
* ব্যাকরণ পাঠের উদ্দেশ্য:- মানুষ প্রথম যখন কথা বলতে শেখে তখন ব্যাকরণের সৃষ্টি হয়নি।পরবর্তীতে মানুষের মুখের সেই ভাষাকে ঠিক ঠাক ভাবে বুঝতে এবং তাকে বিশুদ্ধ ভাবে প্রকাশ করতে ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব হলো।শব্দের বুৎপত্তিগত অর্থ বুঝতে ও নির্নয় করতে,সঠিক বাক্য গঠনের জন্য এবং ভাষাকে বিশ্লেষণ করার জন্য ব্যাকরণের প্রয়োজন দেখা দিল।
বাংলা ব্যাকরণ:-বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি,শব্দ, পদ,বাক্য,ধাতু শব্দের গঠন প্রভৃতি সমস্ত বিষয়ের বিশ্লেষণ,নিয়ম নির্ধারণ ইত্যাদি বিষয়ক আলোচনার যে শাস্ত্র তারই সাধারণ নাম বাংলা ব্যাকরণ।
*ব্যাকরণ শব্দের বুৎপত্তি হলো-: বি+আ-কৃ+অনট্।বুৎপত্তিগত অর্থ হলো যা কোন কিছুকে বিশিষ্ট আকৃতি দেয়।
বাংলা ব্যাকরণ গ্রন্থ:- 
১) 1743 খ্রি: লেখা মনোএলের ব্যাকরণ অভিধান।অভিধানটির পর্তুগীজ নাম' Vocabulari em idioma Bengalla e Portuguez.অর্থাৎ পর্তুগীজ- বাংলা ভাষার অভিধান ও ব্যাকরণ।এটি পর্তুগীজ ভাষায় লেখা প্রথম ব্যাকরণ।
২) 1778 সালে ইস্টইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারী হালহেডের 'A Grammer of the Bengal Langiage '  এ সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা অক্ষর ব্যাবহার হয়।এটি ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
৩) 1801 সালে উইলিয়াম কেরীর " A Grammer of the Bengali Langiage প্রকাশিত হয়।এটি এগারোটি অধ্যায়ে বিভক্ত।
৪) রামমোহন রায়ের মৃত্যুর পর 1833 সালে প্রকাশিত হয় বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা গদ্য ব্যাকরণ গ্রন্থ"  গৌড়ীয় ব্যাকরণ"।যদিও 1826 সালে রামমোহন ইংরেজ দের বাংলা ব্যাকরণ শিক্ষা দেবার জন্য " Bengali Grammer in English Language" রচনা করেছিলেন।
৫) মদনমোহন তর্কালংকারের " শিশুশিক্ষা" প্রথম ভাগ - 1849,দ্বিতীয় ভাগ- 1850,।
৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের " বর্ণপরিচয়"-1855
৭) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারের "প্রবোধ চন্দ্রিকা"-1833
৮) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের- " ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ"- 1939
৯)  সুকুমার সেন- "ভাষার ইতিবৃত্ত"।
১০) বামনদেব চক্রবর্তীর- "উচ্চতর বাংলা ব্যাকরণ"
**************
তথ্য সূত্র:- রামেশ্বর শ , সংসদ ব্যাকরণ অভিধান,এবং উপরিউক্ত কয়েকটি গ্রন্থ ।

 আলোচক - সুশান্ত সরকার
অ্যাডমিন, সাকসেস বাংলা। 

Share this