শক্তি চট্টোপাধ্যায়ের ভিন্নরকম কাব্যগ্রন্থ
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
(জন্ম : ২৫/২৬/২৭ নভেম্বর, ১৯৩৩; মতান্তরে ২৫ নভেম্বর, ১৯৩৪ --- মৃত্যু : ২৩ মার্চ, ১৯৯৫)
★★ যৌথ কাব্যগ্রন্থ :-
~~~~
¤ ১) 'তিন তরঙ্গ' (ডিসেম্বর, ১৯৬৫) :-
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- সাহিত্যিক মলয়শংকর দাশগুপ্ত।
♦তথ্য :- এই কাব্যগ্রন্থে কবি শক্তি চট্টোপাধ্যায়ের চারটি নাতিক্ষুদ্র কবিতা আছে। সহকবিরা হলেন মলয়শংকর দাশগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায় ও অলোকরঞ্জন দাশগুপ্ত।
¤ ২) 'এখন রাখাল বাণীপ্রিয়র জন্য শাশ্বত স্বীকারোক্তি' (সেপ্টেম্বর, ১৯৭১) :-
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- বিশ্বজ্ঞান পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়।
♣উৎসর্গ :- 'কবি জীবনানন্দ দাশের স্মৃতির উদ্দেশ্যে'।
¤ ৩) 'যুগলবন্দী' (আগস্ট, ১৯৭২) :-
♥প্রকাশনা :- "বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড" প্রকাশনী।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায়।
♥তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে রচিত কাব্যগ্রন্থ।
♥উৎসর্গ :- 'দুজনের প্রিয়বন্ধু সুনন্দ গুহঠাকুরতাকে'।
¤ ৪) 'সুন্দর রহস্যময়' (সেপ্টেম্বর, ১৯৮০) :-
♠প্রকাশনী :- "আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড" প্রকাশনী।
♠তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের নীরদ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একত্রে রচিত কাব্যগ্রন্থ।
♠উৎসর্গ :- 'কমলকুমার মজুমদারের স্মৃতির প্রতি'।
¤ ৫) '১০০ বছরের শ্রেষ্ঠ নিগ্রো কবিতা' (নভেম্বর, ১৯৮০) :-
♦প্রকাশনী :- "দে'জ পাবলিশিং"।
♦তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের মুকুল গুহ-র সঙ্গে যুগ্মভাবে অনূদিত কাব্যগ্রন্থ।
♦উৎসর্গ :- 'তরুণতম আফ্রো-আমেরিকান কবিদের প্রতি উৎসর্গীকৃত - সবিনয়ে, পরম ভালোবাসায়'।
★★ কাব্য-সংকলন গ্রন্থ :-
~~~~~
¤ ১) 'অগ্রন্থিত শক্তি চট্টোপাধ্যায়' (জানুয়ারি, ১৯৯০) :-
♣প্রকাশনা :- "প্রতিক্ষণ পাবলিকেশনস প্রা. লি." প্রকাশনী।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- প্রকাশ কর্মকার।
★★ অনূদিত কাব্যগ্রন্থ :-
~~~~
¤ ১) 'ওমর খৈয়ামের রুবাই' (এপ্রিল, ১৯৬৯) :-
♥প্রকাশনা :- "বিশ্ববাণী" প্রকাশনী।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- অমর পাল।
♥তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের অনূদিত প্রথম কাব্যগ্রন্থ।
♥উৎসর্গ :- 'পদ্যমাখা পুস্তিকাটির সঙ্গে তুমি সই রুচিরা : 'রুচিরা শ্যাম প্রীতিভাজনেষু'।
¤ ২) 'কালিদাসের মেঘদূত' (ডিসেম্বর, ১৯৭২) :-
♠প্রকাশনা :- "বিশ্ববাণী" প্রকাশনী।
♠প্রচ্ছদ অঙ্কন করেন --- খালেদ চৌধুরী।
♠তথ্য :- এটি একটি পূর্ণাঙ্গ অনুবাদ।
♠উৎসর্গ :- 'বিজয়া মুখোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায় প্রীতিভাজনেষু'।
¤ ৩) 'গালিবের কবিতা' (জানুয়ারি, ১৯৭৫) :-
♦প্রকাশনা :- "বিশ্ববাণী" প্রকাশনী।
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- নীতীশ মুখোপাধ্যায়।
♦তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের আয়ান রশীদ খানের সঙ্গে যুগ্মভাবে অনূদিত কাব্যগ্রন্থ।
উৎসর্গ :- 'রথীনদাকে' (রথীন সেনগুপ্ত)।
¤ ৪) 'পাবলো নেরুদার প্রেমের কবিতা' (জানুয়ারি, ১৯৭৬) :-
♣প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- পূর্ণেন্দু পত্রী।
♣উৎসর্গ :- 'গণেশদাকে' (দ্বিতীয় পর্যায়ের "কৃত্তিবাস" পত্রিকার প্রকাশক গণেশচন্দ্র দে)।
¤ ৫) 'কুমারসম্ভব কাব্য' (মে, ১৯৭৬) :-
♥প্রকাশনা :- "বিশ্ববাণী" প্রকাশনী।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায় ।
♥উৎসর্গ :- 'শ্রী পাঁচুগোপাল ভট্টাচার্য শ্রদ্ধাস্পদেষু'।
¤ ৬) 'হাইনের প্রেমের কবিতা' (জুন, ১৯৭৯) :-
♠প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♠প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায়।
♠উৎসর্গ :- 'বিক্রমন নায়ার বন্ধুবরেষু'।
¤ ৭) 'লোরকার কবিতা' (অক্টোবর, ১৯৭৯) :-
♦প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায় ।
♦তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের অমিতাভ দাশগুপ্ত-র সঙ্গে যুগ্মভাবে অনূদিত কাব্যগ্রন্থ।
♦উৎসর্গ :- 'বাচ্চুদাকে' (সুরজিৎ বসু)।
¤ ৮) 'কহলীল জিব্রানের শ্রেষ্ঠ কবিতা' (সেপ্টেম্বর, ১৯৮১) :-
♣প্রকাশনা :- "করুণা" প্রকাশনী ।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- খালেদ চৌধুরী।
♣তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের মুকুল গুহ-র সঙ্গে যুগ্মভাবে অনূদিত কাব্যগ্রন্থ।
¤ ৯) 'প্রীতীশ নন্দীর কবিতা' (নভেম্বর, ১৯৮১) :-
♥প্রকাশনা :- "আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড" প্রকাশনী।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- অমিয় ভট্টাচার্য।
♥উৎসর্গ :- 'সুভাষ মুখোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু'।
¤ ১০) 'মায়াকোভ্স্কির শ্রেষ্ঠ কবিতা' (ডিসেম্বর, ১৯৮১) :-
♠প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♠প্রচ্ছদ অঙ্কন করেন --- সমরজিৎ।
♠তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের সিদ্ধেশ্বর সেন ও মুকুল গুহ-র সঙ্গে যৌথভাবে অনূদিত কাব্যগ্রন্থ। উৎসর্গ :- 'অগ্রজ কবি-অনুবাদক সত্যেন্দ্রনাথ দত্ত শতবার্ষিকী স্মরণে'।
¤ ১১) 'ডুইনো এলেজি' (এপ্রিল, ১৯৮২) :-
♦প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- সুনীল শীল।
♦তথ্য :- এটি শক্তি চট্টোপাধ্যায়ের মুকুল গুহ-র সঙ্গে যুগ্মভাবে অনূদিত কাব্যগ্রন্থ।
♦উৎসর্গ :- 'বুদ্ধদেব বসু চিরস্মরণীয়েষু'।
¤ ১২) 'পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা' (এপ্রিল, ১৯৮8) :-
♣প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- অজয় গুপ্ত।
♣উৎসর্গ :- 'দুলুকে' (পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়)।
¤ ১৩) 'আমেরিকান ইণ্ডিয়ান শ্রেষ্ঠ কবিতা' (এপ্রিল, ১৯৯২) :-
♥প্রকাশনা :- "দে'জ পাবলিশিং"।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- অজয় গুপ্ত।
♥উৎসর্গ: 'হয়ত ওখানেই আশা/শেষ আশা/আমাদের নিত্য পরম্পরা/বাঁচার/অনন্ত মহিমা অফুরন্ত/ভবিষ্যৎ প্রজন্মের জন্য/নেত্রগ্রাহ্য, প্রাণস্পর্শী/অনন্ত সম্প।'
♠ তথ্যসূত্র :-
১) "শক্তি চট্টোপাধ্যায়-এর গ্রন্থপঞ্জী / ধর্মে আছো জিরাফেও আছো" --- সমীর সেনগুপ্ত (সম্পাদক)।
#ধন্যবাদান্তেসৌম্যমাইতি
# অ্যাডমিন
#Success_Bangla
#তারিখ :- ০২•০৮•২০১৮