কবিশেখর কালিদাস রায়ের গ্রন্থতালিকা ও উৎসর্গ তালিকা



কবিশেখর কালিদাস রায়ের গ্রন্থতালিকা ও উৎসর্গ তালিকা
-------------------------------------------------------------------
কাব্যগ্রন্থঃ-
---------------
১. কুন্দ (১৯০৮)। উৎসর্গ— রবীন্দ্রনাথ ঠাকুর।
২. কিশলয় (১৯১১)। উৎসর্গ:- তারকমোহন সেন।
৩. পৰ্ণপুট (১৯১৪)। উৎসর্গ— দেবকুমার রায়চৌধুরী।
৪. ব্ৰজবেণু (১৯১৫)। উৎসর্গ— মহারাজ মহিমচন্দ্ৰ নদী।
৫. বল্লৱী (১৯১৫)। উৎসর্গ- কলকাতা মেরিগোল্ড ক্লাবের সদস্যদের।
৬. ঋতুমঙ্গল (১৯১৬)। উৎসর্গ— 'সন্ধ্যাতরার কবির শ্ৰীচরণে”।
৭. পৰ্ণপুট (২য় খণ্ড, ১৯২১)। উৎসর্গ- শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন।
৮. ক্ষুদকুড়া (১৯২২)। উৎসর্গ- সাহিত্যের অনুজদের করকমলে।
৯. লাজাঞ্জলি (১৯২৪, দোলপূর্ণিমা)। উৎসর্গ— কৃষ্ণবিহারী গুপ্ত।
১০. রসকদম্ব (১৯২৩) । উৎসর্গ:- বন্ধু হৃষিকেশ ভট্টাচার্য।
১১. চিত্তচিন্তা (১৯২৫)। উৎসর্গ— শ্ৰীযুত যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
১২. আহরণী (১৯২৮)। উৎসর্গ- ড. সুশীলকুমার দে ও বন্ধুবর অমল হােম।
১৩. হৈমন্তী (১৯৩৪)। উৎসর্গ- প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়।
১৪. বৈকালী (তারিখহীন)। উৎসর্গ- বাংলার শিক্ষকবন্ধুদের।
১৫. ব্ৰজবাঁশরী (তারিখহীন)। উৎসর্গ— বন্ধু নিবারণচন্দ্ৰ ঘোষ।
১৬. আহরণ (১৯৫০)। উৎসর্গ— যাঁরা তাকে পুস্তক উৎসর্গ করেছেন তাদেরকে।
১৭. গাথাঞ্জলি (১৯৫৭)। উৎসর্গ— অধ্যাপক অমিয়কৃষ্ণ রায়চৌধুরী।
১৮. সন্ধ্যামণি (১৯৫৮)। উৎসর্গ— বন্ধু উমানাথ ভট্টাচার্য।
১৯. দস্তারুচিকৌমুদী (১৯৬১) । উৎসর্গ - শ্রী পরিমল গোস্বামী।
২০. পূর্ণাহুতি । উৎসর্গ - কবিজায়া স্বর্গতা সুকৃতি দেবী ।
-------------------------
অনুবাদ সাহিত্যঃ-
-------------------------
১. গীতগোবিন্দ (তারিখহীন)। উৎসর্গ- অধ্যাপক খগেন্দ্ৰনাথ মিত্র।
২. গীতালহরী (তারিখহীন)। উৎসর্গ— বন্ধু অক্ষয়কুমার দত্তগুপ্ত।
৩. কাব্যে শকুন্তলা (১৯৪৬) । উৎসর্গ— পুত্রসম জগমোহন সেন।
৪. ইন্দুমতী (রঘুবংশ) (১৯৫২) । উৎসর্গ— স্নেহাস্পদ সুধীন্দ্রনাথ রায়।
৫. কুমারসম্ভব (১৯৫৩) । উৎসর্গ— আত্মীয় নলিনীরঞ্জন সেনগুপ্ত।
---------------
গদ্যগ্রন্থঃ-
--------------
১. বঙ্গসাহিত্য পরিচয় ১ম (১৯৪৯) । উৎসর্গ— তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
২. বঙ্গসাহিত্য পরিচয় ২য় (১৯৫০) । উৎসর্গ— শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
৩. বঙ্গসাহিত্য পরিচয় ৩য় (১৯৫১) । উৎসর্গ— প্রমথনাথ বিশী ।
৪. প্রাচীন বঙ্গসাহিত্য (১৯৪২) । উৎসর্গ— শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় , সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৫. পদাবলী সাহিত্য (১৯৫৫) । উৎসর্গ— সতীশচন্দ্র ঘোষ।
৬. শরৎ-সাহিত্য ১ম (১৯৫৬) । উৎসর্গ— বনফুল, বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
৭. শরৎ-সাহিত্য ২য় । উৎসর্গ— প্রবোধ কুমার সান্যাল , অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
৮. 'চণকসংহিতা' (১৯৬১) । উৎসর্গ— রমাপদ চৌধুরী।
৯. চালচিত্র (১৯৬১) । উৎসর্গ— অমিতা ঘোষাল।
১০. রঙ্গচিত্র (১৯৬৩) । উৎসর্গ— আশাপূর্ণা দেবী।
-------------------------------------------------------------------
।।ধন্যবাদ ।। 
।।SUCCESS বাংলা ।।
প্রীতম চক্রবর্তী 

Share this