রঙ্গলাল বন্দোপাধ‍্যায়

  🌹🌹 রঙ্গলাল বন্দোপাধ‍্যায় (১৮২৭-১৮৮৭)  🌹🌹            

উনবিংশ শতকের মধ‍্যভাগে বাংলা কাব‍্যজগতে ঈশ্বরগুপ্ত ও মধুসূদনের মধ‍্যে যার আবির্ভাব হয়েছিল তিনি রঙ্গলাল বন্দোপাধ‍্যায়।
** ঈশ্বরগুপ্ত ছিল তার গুরু।
** সংবাদ প্রভাকর পত্রিকাতেই তার কবি হিসাবে প্রথম আত্মপ্রকাশ।।
**  র.ল.ব -ছদ্মনামে তিনি কবিতা লিখতেন।
** অস্থায়ী অধ‍্যাপক,বালেশ্বরের ডেপুটি কালেক্টর,নদীয়া জেলার আয়কর নিয়ামক প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে তিনি চাকরী করতেন।।

    💐কাব‍্যগ্ৰন্থ💐

1,,পদ্মিনী উপখ‍্যান (১৮৫৮)
2,,কর্মদেবী             (১৮৬২)
3,,শূরসুন্দরী।          (১৮৬৮)
4,,কাঞ্চীকাবেরী।     (১৮৭৯)
5,,ভেক মূষিকের যুদ্ধ (১৮৫৮)
6,,কুমারসম্ভবের অনুবাদ   (১৮৭২)

7,,সংস্কৃত থেকে হিতোপদেশপূর্ণ কুড়িটি শ্লোকের পয়ার ত্রিপদী ছন্দে অনুবাদ করে ""নীতিকুসুমাঞ্জলি""নামে নীতিমূলক কবিতা রচনা করেন। এটি 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশ পায়।

8,, সংস্কৃত,ইংরাজী ছাড়াও ওড়িয়া সাহিত‍্যও কবির জানা ছিল।।
দীনকৃষ্ণ দাস এর----"রসকল্লোল" থেকে অনুবাদ করে "বর্ষাযাপন"কবিতা রচনা করেন।

9,,ওমর খয়‍্যামের কতকগুলি রুবাই বাংলা পয়ারে অনুবাদ করেছিলেন।

10,,ইংরেজি সাহিত‍্যের স্কট,ম‍্যুর ,বায়রণ অবলম্বনে কাব‍্য রচনা করেন।

11,,❣ কবিতা বিষয়ক সমালোচনা মূলক গ্ৰন্থ------
    " বাঙ্গালা কবিতা বিষয়ক প্রবন্ধ "(১৮৫২)

💦1..  পদ্মিনী উপখ‍্যান---💦

** বাংলা কাব‍্যে প্রথম ইতিহাসাশ্রিত রোমান্স এটি।
** কবির শ্রেষ্ট কাব‍্যগ্ৰন্থ।
** বাংলা সাহিত‍্যের প্রথম আধুনিক কাব‍্য এটি।
** বঙ্কিমচন্দ্রের পূর্বেই বাংলা সাহিত‍্যে রোমান্সের প্রকাশ ঘটেছে এই কাব‍্যে।
** রেনেসাঁসের প্রভাবে বাংলা আখ‍্যান কাব‍্যের ধারায় স্বাদেশিকতার সূচনা এই কাব‍্যে প্রথম।
** এটি টডের ------""Annals and Antiquities of Rajasthan"" (দুটি খণ্ড-১৮২৯,১৮৩২) এর কাহিনি অবলম্বনে লেখা।
   ** দিল্লীর সম্রাট আলাউদ্দীন চিতোরের রানী, ভীমসিংহের পত্নী -পদ্মিনীর রূপলাবন‍্যের কথা শুনে তাকে লাভ করার জন‍্য চিতোর আক্রমণ করেন।শেষ পর্যন্ত চিতোর বীরশূন‍্য হলে পদ্মিনী অগ্নিতে আত্মাহুতি দেন।
   ** ক্ষত্রিয়দের প্রতি রানা ভীমসিংহের এই উৎসাহ বাক‍্য কাব‍্যটিকে স্মরণীয় করে রেখেছে----
        -- স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে                  বাঁচিতে চায়।--
             এই অংশটি টমাস ম‍্যুরের -----""Glories of Biren the Brave ""এবং ""From life without Freedom""" এর ছায়াপাত ঘটেছে।।
         **১৮৫৮ সালে হিন্দু পেট্রিয়েট পত্রিকায় এই গ্ৰন্থের প্রথম বিজ্ঞাপনে লেখা হয়----শ্রীযুক্ত রঙ্গলাল বন্দোপাধ‍্যায় বীরোচিত বীর করুনাশ্রিত উক্ত কাব‍্য প্রকাশিত হইয়াছে।
         ** কবির রচনারীতি ছিল প্রাচীনপন্থী।

                💦2,, কর্মদেবী💦

মধুসূদন দত্তের ---তিলোত্তমাসম্ভব,,মেঘনাদবধ কাব‍্য ,,প্রকাশিত হওয়ার পর রঙ্গলালের এই কাব‍্য প্রকাশিত হয়।
** কাব‍্যটি চারটি সর্গে বিভক্ত।
** রাজপুত কাহিনি থেকে এর বিষয়বস্তু নেওয়া হয়েছে।
**কাব‍্যে আদিরস ও করুন রসের প্রকাশ ঘটেছে।
**স্বদেশপ্রীতি ও শৌর্যবীর্যের পরিচয় স্পষ্ট রয়েছে।
      ** সুকুমার সেন বলেছেন----কর্মদেবী পদ্মনী উপাখ‍্যান অপেক্ষা বেশি বর্ণনাময়,ভাষা পূর্বের মতই তবে অলঙ্কারে মধুসূদনের অনুসরণ প্রচেষ্টা বেশ স্পষ্ট।।

                         💦3,,শূরসুন্দরী💦

** টডের কাহিনিকে অনুসরণ করে লেখা।
** মোঘলদের সঙ্গে পাঠানদের যুদ্ধ বর্ণিত আছে।
** নারীর সতীত্ব রক্ষা এই কাব‍্যের বিষয়,,
** প্রতাপের শৌর্যবীর্য,স্বদেশপ্রেম,পৃথ্বীরাজের দুর্বলতা প্রকাশ পেয়েছে।
**এটি বর্ণনাময় শিশুমনোরঞ্জনের কাব‍্য।
** কাব‍্যটিতে চারটি গান, একটি দেবী স্তোত্র আছে।।

                       💦 4,,কাঞ্চীকাবেরী💦

**এটি রঙ্গলালের সর্বশেষ কাব‍্য।
** উড়িষ‍্যার ইতিহাসের এক রোমান্টিক কাহিনি এর বিষয়। "পুরুষোত্তম দাস" এর প্রাচীন উড়িষ‍্যা কাব‍্য তিনি অনুসরণ করেছেন।
** পুরুষোত্তম ও পদ্মাবতীর মিলন কাহিনীই বিষয়।
** কাব‍্যটির সাতটি সর্গ।  প্রথম,পঞ্চম সর্গ সম্পূর্ণভাবে মৌলিক বাকি অংশ টুকু সরল করেছেন।।

             
                   💦 5,,ভেক মূষিকের যুদ্ধ💦

** এটি একটি রঙ্গব‍্যঙ্গমূলক কাব‍্য।
** টমাস গারনেলের "The Battle of Frogs and Mice" কাব‍্য অবলম্বনে লেখা।
** কাব‍্যটি ধারাবাহিক ভাবে 'এডুকেশন গেজেট' পত্রিকায় প্রকাশ পায়।
**গ্ৰিক "Batrachomyomachia ''নামক বীররসাত্মক ব‍্যঙ্গকাব‍্য থেকে কবি কাব‍্যটির উপাদান সংগ্ৰহ করেছিলেন।

                       💦6,,কুমারসম্ভবের অনুবাদ💦

কালিদাসের  " কুমারসম্ভব'' কাব‍্যের অনুবাদ এটি।
** তিনি যে সংস্কৃত সাহিত‍্যে সুপণ্ডিত ছিলেন এটি তার উৎকৃষ্টের নিদর্শন।।

                   
 ★আলোচক -- মৌমিতা কার্ফা★
(ছাত্রী-- যাদবপুর বিশ্ববিদ্যালয়)
  ★অ্যাডমিন--সাকসেস বাংলা★

Share this