সাম্প্রতিক ছোটগল্পকার ও ছোটগল্প তালিকা


বাংলা সাহিত্যের কয়েকজন সাম্প্রতিক ছোটগল্পকার ও ছোটগল্প তালিকা ---


১. প্রফুল্ল রায় :-  স্বপ্নের ট্রেন, রাজা আসে রাজা যায়, মাঝি, চর, একটি শব্দের মানে, তলানি, মৃত্যুর এপারে এবং ওপারে, মেরুদন্ড।
২. সুরঞ্জন প্রামাণিক :-  নীলরতন, জ্যোৎস্নায় হাঁটাব ও আরো কিছু গল্প, কাফেস, মুদ্রারাক্ষস, অদৃশ্য সম্পর্কগুলি।
৩. কৃষ্ণেন্দু পালিত :- ম্যাজিসিয়ান,অন্নদামঙ্গলে নেই, অল্প কথার গল্প, দিব্যর একদিন প্রতিদিন।
৪. অতীন বন্দ্যোপাধ্যায় :- জলচোর, কাফের, ত্রিনাথের মেলা, কেশবতী .
৫. শংকর :-  বিউটি কনটেস্ট।
৬. অমলেন্দু চক্রবর্তী :-  গোবর্ধন কাড়া, আর্য অনুপ্রবেশ, একটি রূপকথার গল্প, মধুময় পৃথিবীর ধূলি, একতি অবাস্তব গল্প, একতি জাতকের গল্প।
৭. আব্দুল জব্বার :-  মা, বুভুক্ষা, দেশ আমার মাটি আমার, সোঁদা মাতি নোনা জল, লাল্বানু।
৮. স্বদেশরঞ্জন দত্ত :-  জন্মদিনে বৃষ্টি, রজনীগন্ধার বয়স সেই সুভদ্রা, অন্নপূর্ণা।
৯. রবীন্দ্র গুহ :-  জৈগুণের পদ্ম, শুখা, জলস্নজ্ঞী।
১০. সত্যেন্দ্র আচার্য :-  প্রিয়জনোচিত, তিনমূর্তি আতঙ্ক, শুভযাত্রা, অহেতুক।
১১. উদয়ন ঘোষ :-  অবনী বাড়ি নেই, বন্দুকের নল থেকে একদা, কনকলতা, দুই কুসুম।
১২. বীরেন্দ্র দত্ত :-  অমিল পয়ার, জলবিন্দু, বনান্তরে, খেলার ছলে, যিশুর পুতুল, সেই আমি।
১৩. শীর্ষেন্দু মুখোপাধ্যায় :-  একটুখানি বেঁচে থাকা, আত্মপ্রকৃতি, এইসব পাপ টাপ, গয়নার বাক্স, এই শতাব্দির প্রেমের গল্প, সোনালি ছুটির গল্প, লরাই, খানাতল্লাশ।
১৪. অভ্র রায় :-  তারকজীবন লাহিড়ির আত্মদর্শন, সামখোল, এখন হৃষিকেশ, বন্ধু আমার।
১৫. জ্যোৎস্নাময় ঘোষ :-  নিষেধের ট্রাফিক, বাঘবন্দী, ইকো সিস্টেম।
১৬. দেবেশ রায় :-  হাড়কাটা, দুপুর, স্মৃজীবী, পশ্চাৎভূমি, ক্রীতদাস, উদ্বাস্তু, রঞ্জর রক্ত, তিন পুরুষের উপাখ্যান, বটা সান্যালের অন্তর্দ্বন্দ্ব, ক্ষয় ও তার প্রতিকার, মানুষ রতন, মৃত জংশন ও বিপজ্জনক ঘাট, পা, বৃষ্টিব্দল, আগাডুম বাগাডুম ঘোড়াডুম, ছেলেরা খেলা করে।
১৭. বুদ্ধদেব গুহ :-  মুন্নির বন্ধুদের জন্য, প্রন্টি, সাগররাজা, শারদপ্রাতে, গোসাঘর প্রাইভেট লিমিটেড, দ্বীপান্তর।
১৮. সঞ্জীব চট্টোপাধ্যায় :-  সোফা কাম বেড, পেয়ালা পিরিচ, শ্বেত পাথরের টেবিল, ছাগল, তনৎ, ঢেঁকি , সাজাহানের জতুগৃহ।
১৯. নবনীতা দেব সেন :-  মসিয়ে হুলোর হলিডে, গল্পগুজব, ভালোবাসা কারে কয় , বসন মামা,  খগেন বাবুর পৃথিবী, সিতা থেকে শুরু, সপ্তকান্ড, বিন্ধ্যবাসিনী।
২০. দীপক চন্দ্র :-  গল্পের দুপুর, অমৃতকুম্ভ, পৌরাণিক প্রেমকথা, যোজনগন্ধ্যা সত্যবতী, কুন্তীর তর্জনী।
২১. দিব্যেন্দু পালিত :-  ছন্দপৎন, শীত গ্রীষ্মের স্মৃতি, মুন্নির সঙ্গে কিছুক্ষন, চিলেকোঠা, মুকাভিনয়, রাইন নদীর জল।
২২. অতীন্দ্রিয় পাঠক :-  স্থবিরের চোখ, মঞ্চ থেকে পৃথিবী, মা বুড়ি হয়ে যাচ্ছে, আলাদা আলাদা পৃথিবী।
২৩. বাণী বসু :-  বেহুলার ভেলা, যখন চাঁদ, মোহানা, লখীন্দরের শবদেহ, আসন।
২৪. হাসান আজিজুল হক :-  সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, রাঢ় বঙ্গের গল্প।
২৫. শেখর বসু :-  মাঝখান থেকে, পরম্পরা, ভালোবাসা, তিনতি ভালোবাসা দুটি মৃত্যু।


♦তথ্যদাতা-- প্রীতম চক্রবর্তী
(এডমিন সাকসেস বাংলা)

Share this