বাংলা নাটকে রবীন্দ্রনাথ


বাংলা নাটকে রবীন্দ্রনাথ 
============================
   এককথায় তিনি অনবদ্য। বাংলা-সাহিত্যাকাশে তাঁর বিচরণ সর্বত্র। তাঁর লেখনী বাংলা সাহিত্যকে দিয়েছে এক অনন্য মাত্রা। না না, আর কিছু বলছি না। আপনি ঠিকই ধরেছেন! কথা বলছি রবীন্দ্রনাথকে নিয়েই । আজকের আলোচনা তাঁকে ঘিরেই। প্রসঙ্গ-বাংলা নাটকে রবীন্দ্রনাথ :একনজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য । র

রবীন্দ্র নাটকের উৎস :
*চন্ডালিকা ➺ নেপালি বৌদ্ধ সাহিত্যে "শার্দূল কর্নাবদানের সংক্ষিপ্ত বিবরণ" অবলম্বনে। 
*বিসর্জন ➺ "রাজর্ষি" উপন্যাস অবলম্বনে। 
*তাসের দেশ ➺ "একটি আষাঢ়ে গল্প "অবলম্বনে।
* নটীর পূজা ➺ " পূজারিনী" কবিতার নাট্যরূপ। *শোধবোধ ➺ "কর্মফল " গল্প থেকে লেখা।
*গৃহপ্রবেশ ➺ " শেষের রাত্রি "গল্প অবলম্বনে। 
*প্রায়শ্চিত্ত ➺ " বৌ ঠাকুরানীর হাট" অবলম্বনে।
*পরিত্রাণ ➺ "প্রায়শ্চিত্ত" নাটক অবলম্বনে।। 
*শ্যামা ➺ "পরিশোধ" কবিতার নৃত্যনাট্য রূপ।। *গুরু ➺ "অচলায়তন" নাটক অবলম্বনে।।
*বাঁশরি ➺ "ললাট লিখন" গল্প অবলম্বনে।।
*কালের যাত্রা ➺ "রথের রশি" এবং "কবির দীক্ষা" নামক দুই একাঙ্কিকা অবলম্বনে।

রবীন্দ্র নাটকের উৎসর্গীকরণ
১)রুদ্রচণ্ড = জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 
২)বিসর্জন = সুরেন্দ্রনাথ ঠাকুর। 
 ৩)চিত্রাঙ্গদা = অবনীন্দ্রনাথ ঠাকুর। 
 ৪)তাসের দেশ = সুভাষচন্দ্র বসু। 
 ৫)গোড়ায় গলদ = প্রিয়নাথ সেন। 
 ৬)বসন্ত =কাজী নজরুল ইসলাম। 
 ৭)অচলায়তন =যদুনাথ সরকার। 
৮)রাজা ও রানী = দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 
 ৯)ফাল্গুনী = দীনেন্দ্রনাথ ঠাকুর। 
 ১০)কালের যাত্রা = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

রবীন্দ্র নাটকের পরিবর্তিত নাম :
১)বাল্মীকি প্রতিভা ➺ কালমৃগয়া। 
 ২)রাজা ➺ অরূপরতন। 
৩)যক্ষপুরী ➺নন্দিনী ➺ রক্তকরবী । 
৪)প্রায়শ্চিত্ত ➺ পরিত্রাণ। 
৫)পথ ➺ মুক্তধারা।  
৬)রাজা ও রানী ➺ তপতী। 
 ৭)গোড়ায় গলদ ➺ শেষরক্ষা। 
 ৮)প্রজাতির নির্বন্ধ ➺ চিরকুমার সভা। 
 ৯)শ্যামা ➺ পরিশোধ। 
 ১০)ঋনশোধ ➺ শারদোৎসব। 
 ১১)অচলায়তন ➺ গুরু। 
 ১২)নলিনী ➺ মায়ার খেলা।

 রবীন্দ্র-নাট্যে উল্লেখযোগ্য চরিত্রসমূহ :
 ১)রাজা বিক্রমদেব, রানী সুমিত্রা, কুমারসেন ইলা= " রাজা ও রানী" । 
 ২)রঘুপতি, জয়সিংহ, গোবিন্দমানিক্য, অপর্ণা ="বিসর্জন "। 
৩)মালিনী, ক্ষেমঙ্কর, সুপ্রিয় =" মালিনী "।
৪)অমল,সুধা, ঠাকুর্দা =" ডাকঘর "। 
৫)সুরঙ্গমা, সুদর্শন, ঠাকুর্দা, কাঞ্চীরাজ =" রাজা"।
৬)পঞ্চক, মহাপঞ্চক, দাদাঠাকুর, আচার্য ="অচলায়তন "। 
 ৭)সর্দার, কবিশেখর, অন্ধবাউল, চন্দ্রহাস =" ফাল্গুনী "। 
৮)রাজা রণজিৎ, অভিজিৎ, বিভূতি, ধনঞ্জয় বৈরাগী =" মুক্তধারা "। 
 ৯)মকররাজ, নন্দিনী, রঞ্জন, বিশু =" রক্তকরবী "। 
 ১০)বিজয়াদিত্য, উপনন্দ, ঠাকুরদা, লক্ষেশ্বর, সোমপাল=" শারদোৎসব "। 
১১)প্রতাপাদিত্য, ধনঞ্জয় বৈরাগী, বসন্ত রায় =" প্রায়শ্চিত্ত" । 
১২)গদাই, ইন্দুমতী, কমলমুখী = "গোড়ায় গলদ"। 
১৩)পূর্ণ, শ্রী, বিপিন =" চিরকুমার সভা "। ১৪)বৈকুণ্ঠ, অবিনাশ =" বৈকুন্ঠের খাতা "। 

অভিনেতা যখন রবীন্দ্রনাথ 
(নাটকের নাম  যে চরিত্রে) : 
 ১)"এমন কর্ম আর করব না" ➺ অলীকবাবু । 
২)"মানময়ী " ➺ মদন। 
 ৩)"বাল্মীকি প্রতিভা" ➺ বাল্মীকি। 
 ৪)"কালমৃগয়া " ➺ অন্ধমুনি। 
৫)"রাজা ও রানী" ➺  রাজা। 
 ৬)"বিসর্জন "➺রঘুপতি।। 
 ৭)" বৈকুন্ঠের খাতা "➺  কেদার। 
 ৮)"প্রায়শ্চিত্ত"➺  ধনঞ্জয় বৈরাগী। 
 ৯)"অচলায়তন "➺   গুরু। 
১০)"ফাল্গুনী" ➺  অন্ধ বাউল। 
১১)"ডাকঘর "➺   ঠাকুরদা। 
 ১২)" শারদোৎসব "➺   সন্ন্যাসী। 
১৩)"বিসর্জন" ➺   জয়সিংহ। 
 ১৪)"নটীর পূজা "➺  ??  
১৫)"তপতী" ➺  বিক্রম।  
১৬)"অরূপরতন "➺  ঠাকুরদা। 

রবীন্দ্র-নাটক ~প্রয়োজনীয় কয়েকটি তথ্য: 
১)১৮৭৭ সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মঞ্চস্থ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের" এমন কর্ম আর করব না "প্রহসনে অলীকবাবু চরিত্রে অভিনয়ের মাধ্যমে রবীন্দ্রনাথের নাট্যাভিনয়ের সূত্রপাত ঘটে।
২)১৮ ৮১ সালের ২৬ শে ফেব্রুয়ারি "বিদ্বজ্জন সমাগম সভা'র বার্ষিক অধিবেশনে অভিনয় উপলক্ষে ঠাকুরবাড়ির মহর্ষি ভবনের তেতালার ছাদে মঞ্চ তৈরি করে" বাল্মীকি প্রতিভা "-র অভিনয়ে রবীন্দ্রনাথ একত্রে নাট্যকার, সুরকার, পরিচালক ও অভিনেতা হিসেবে প্রথম অবতীর্ণ হন।
৩)১৮৯০ খ্রিস্টাব্দে অভিনীত" রাজা ও রানী " নাটকে রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী ও মৃণালিনী দেবী যথাক্রমে বিক্রমদেব, দেবদত্ত, সুমিত্রা ও নারায়ণীর ভূমিকায় অভিনয় করেন। 
৪)রবীন্দ্রনাথের নারীচরিত্র বর্জিত নাটক - শারদোৎসব, অচলায়তন, ফাল্গুনী, বৈকুন্ঠের খাতা। 
৫)১৯৩৫ খ্রিস্টাব্দে ১২ ই ডিসেম্বর "শারদোৎসব" শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শেষ অভিনীত নাটক। 
৬)"অরূপরতন " নাটকের রাজার ভূমিকায় অভিনেতারূপে রবীন্দ্রনাথ শেষবারের জন্য মঞ্চে অবতীর্ণ হন(১৯৩৫?) ।
৭)রবীন্দ্রনাথের প্রথম নাটক" রুদ্রচণ্ড "(১৮৮১),শেষ নাটক" শ্যামা"(১৯৩৯)।
৮)রবীন্দ্রনাথের অতিকথন দোষে দুষ্ট নাটক - "চিরকুমার সভা"।
৯)রবীন্দ্রনাথের সামান্যকথন দোষে দুষ্ট নাটক -" বৈকুন্ঠের খাতা "।
১০)নটীর পূজা, চন্ডালিকা, মালিনী, রাজা, অরূপরতন, শাপমোচন প্রভৃতি নাটকে বৌদ্ধ সমাজজীবন তথা সাহিত্যের পরিচয় আছে।
১১)"তাসের দেশ" নাটকে রূপকথার বিষয় আছে।
১২)বোলপুর আশ্রম-বালকদের জন্য রচিত নাটকটি হল "মুকুট"।
বি. দ্র. - প্রদত্ত তথ্যগুলি বিভিন্নভাবে সংগৃহীত। তাই অনিচ্ছাকৃত ভুল থাকলে নিজগুণে মার্জনা করবেন এবং সেই সঙ্গে ভুল সংশোধনে সাহায্য করবেন এই আশা রাখি।

 তথ্য সংগ্রহে – তাপস ঘোষ। 
(মডারেটর, SUCCESS বাংলা।)

Share this