শশিভূষণ দাশগুপ্তের নেপাল থেকে নতুন ভাবে উদ্ধার করা চর্যাপদ সংকলন নিঃসন্দেহে বাংলা সাহিত্যে এক অভিনব সংযোজন। ডঃ শশিভূষন দাশগুপ্ত ১৯৬৩খ্রিঃ নেপাল থেকে ২৫০টি পদ আবিষ্কার করেন,যার মধ্যে ৯৮টি পদকে তিনি নবচর্যাপদ নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করতে চাইলেও হঠাৎ মৃত্যুর কারনে তা হয়ে ওঠেনি। এগুলি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় "নব চর্যাপদ" নামে সংকলিত ও প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে সংকলিত হয়েছে মোট ৯৮ টি পদ। ৯৮টি পদের মধ্যে ৬ টি অগেই উদ্ধার করা হয়েছিল। আবার তার মধ্যে ৫ টি পদ অবহটঠে, একটি বিকৃত সংস্কৃতে লিখিত। তবে বেশির ভাগ পদ বাংলা ভাষায় রচিত। মনে করা হয় পদ গুলি সম্ভবত ৮ম-১২শ শতকের সময় রচিত, তবে অধিকাংশ রচনাই ১২শ - ১৫শ শতকের মধ্যেই লিখিত।
আলোচক: সুশান্ত কর্মকার
অ্যাডমিন, সাকসেস বাংলা
আলোচক: সুশান্ত কর্মকার
অ্যাডমিন, সাকসেস বাংলা