♠ শক্তি চট্টোপাধ্যায়ের সমস্ত উপন্যাস ♠
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
¤ ১) 'কুয়োতলা' (১৯৬১) :-
♦প্রকাশনা :- 'সৃজনী' প্রকাশনী।
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়।
♦তথ্য :- এটি তাঁর প্রথম প্রথম উপন্যাস।
♦উৎসর্গ :- 'শ্রীমতী বেলা রায়চৌধুরী ও শ্রীসমীর রায়চৌধুরী'।
¤ ২) 'লুসি আর্মানীর হৃদয়রহস্য' (জুন, ১৯৬৬) :-
♣প্রকাশনা :- 'বিশ্ববাণী' প্রকাশনী।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- নিতাই ঘোষ।
♣তথ্য :- উপন্যাসটি তিনি 'রূপচাঁদ পক্ষী' ছদ্মনামে রচনা করেন।
♣উৎসর্গ :- 'যার মুখের কথায় উপন্যাসের হারানো পাণ্ডুলিপি ফিরে পেয়েছি সেই মুখরা মীনাক্ষী বিশ্বাসের করকমলে' (শ্রীমতি মীনাক্ষী বিশ্বাস)।
¤ ৩) 'হাই সোসাইটি' (অক্টোবর, ১৯৬৮) :-
♥প্রকাশনা :- 'মণ্ডল বুক হাউস' প্রকাশনী।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- গণেশ বসু।
♥উৎসর্গ :- 'ডাক্তারভাই আর দিদির হাতে' (ডঃ সুনীল দত্ত ও শ্রীমতী গায়ত্রী দত্ত)।
¤ ৪) 'অবনী বাড়ি আছো?' (আগস্ট, ১৯৭৩) :-
♠প্রকাশনা :- 'আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড' প্রকাশনী।
♠প্রচ্ছদ অঙ্কন করেন --- সুধীর মৈত্র।
♠উৎসর্গ :- 'সুভাষ মুখোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু'।
¤ ৫) 'দুজন একাকী' (আগস্ট, ১৯৭৪) :-
♦প্রকাশনা :- 'পূর্ণ' প্রকাশনী।
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- শচীন বিশ্বাস।
♦উৎসর্গ :- 'নিখিলকে' (শ্রীনিখিল মুখোপাধ্যায়)।
¤ ৬) 'হৃদয়পুর' (আগস্ট, ১৯৭৪) :-
♣প্রকাশনা :- 'রামায়ণী প্রকাশ ভবন' প্রকাশনী।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায় ।
♣উৎসর্গ :- 'নন্দিতা শ্যামলেন্দুকে' (শ্রীমতি নন্দিতা মুখোপাধ্যায় ও শ্রীশ্যামলেন্দু বন্দ্যোপাধ্যায়)।
¤ ৭) 'আমি চলে যাচ্ছি' (আগস্ট, ১৯৭৬) :-
♥প্রকাশনা :- 'শৈব্যা পুস্তকালয়' প্রকাশনী।
♥প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায়।
♥উৎসর্গ :- 'মিনতি ও তারাপদর জন্যে' (শ্রীমতি মিনতি রায় ও শ্রীতারাপদ রায়)।
¤ ৮) 'কিন্নর কিন্নরী' (মে, ১৯৭৭) :-
♠প্রকাশনা :- 'বিশ্ববাণী' প্রকাশনী।
♠প্রচ্ছদ অঙ্কন করেন --- পূর্ণেন্দু পত্রী।
♠তথ্য :- এটি তাঁর আত্মজীবনী মূলক উপন্যাস।
♠উৎসর্গ :- 'শান্তি আর খুকুকে' (শ্রীশান্তি লাহিড়ী ও শ্রীমতী রীতা লাহিড়ী)।
¤ ৯) 'দাঁড়াবার জায়গা' (মে, ১৯৮৬) :-
♦প্রকাশনা :- 'আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড' প্রকাশনী।
♦প্রচ্ছদ অঙ্কন করেন --- সুব্রত গঙ্গোপাধ্যায়।
♦উৎসর্গ :- 'ঊষা আর বিটুকে' (শ্রীমতি ঊষা বসাক ও ডঃ শম্ভুলাল বসাক)।
¤ ১০) 'বিবি-কাহিনী' (আগস্ট, ১৯৮৬) :-
♣প্রকাশনা :- 'জগদ্ধাত্রী পাবলিশার্স' প্রকাশনী।
♣প্রচ্ছদ অঙ্কন করেন --- গৌতম রায় ।
♣তথ্য :- এটি তাঁর শেষ প্রকাশিত উপন্যাস।
♣উৎসর্গ :- 'মায়া আর সমীরকে' (শ্রীমতি মায়া সেনগুপ্ত ও শ্রীসমীর সেনগুপ্ত)।
♥ তথ্যসূত্র :-
১) "শক্তি চট্টোপাধ্যায়-এর গ্রন্থপঞ্জী / ধর্মে আছো জিরাফেও আছো" --- সমীর সেনগুপ্ত (সম্পাদক)।
●ধন্যবাদান্তেসৌম্যমাইতি।
●অ্যাডমিন।
●Success_Bangla
●তারিখ :- ১৯•০৮•২০১৮