পত্রিকায় প্রকাশিত শরৎচন্দ্রের রচনা


শরৎচন্দ্রের সাহিত্যসম্ভারগুলির বিভিন্ন পত্রিকায় প্রকাশের তালিকা :- 
--------------------------------------------------------------------------------

উপন্যাসঃ-

১. বড়দিদি - ভারতী পত্রিকায়

২. শ্রীকান্ত ১ম - ভারতবর্ষ পত্রিকায়

২. শ্রীকান্ত ২য় - ভারতবর্ষ পত্রিকায়

৩. শ্রীকান্ত ৩য় - ভারতবর্ষ পত্রিকায়

৪. শ্রীকান্ত ৪র্থ - বিচিত্রা পত্রিকায়

৫. পল্লীসমাজ - ভারতবর্ষ পত্রিকায়

৬. নববিধান - ভারতবর্ষ পত্রিকায়

৭. দত্তা -  ভারতবর্ষ পত্রিকায়

৮. দেবদাস - ভারতবর্ষ পত্রিকায়

৯. দেনাপাওনা - ভারতবর্ষ পত্রিকায়

১০. পণ্ডিতমশাই -  ভারতবর্ষ পত্রিকায়

১১. নিষ্কৃতি - যমুনা পত্রিকায় (ঘরভাঙ্গা নামে) ।

১২. বৈকুন্ঠের উইল - ভারতবর্ষ পত্রিকায়।

১৩. চন্দ্রনাথ - যমুনা পত্রিকায়

১৪. পরিনীতা - যমুনা পত্রিকায়

১৫. চরিত্রহীন - যমুনা পত্রিকায়

১৬. গৃহদাহ - ভারতবর্ষ পত্রিকায়

১৭. শেষপ্রশ্ন - ভারতবর্ষ পত্রিকায়

১৮. পথের দাবি - বঙ্গবাণী পত্রিকায়।

১৯. বিপ্রদাস - বেণু পত্রিকায়। পরে বিচিত্রা পত্রিকায়।

২০. শেষের পরিচয় - ভারতবর্ষ পত্রিকায়।

ছোটগল্পঃ-

১. বিরাজ বৌ - ভারতবর্ষ পত্রিকায়

২. রামের সুমতি - যমুনা পত্রিকায়

৩. পথ নির্দেশ - যমুনা পত্রিকায়

৪. বিন্দুর ছেলে - যমুনা পত্রিকায়

৫. মেজদিদি - ভারতবর্ষ পত্রিকায়

৬. দর্পচূর্ন - ভারতবর্ষ পত্রিকায়

৭. আধারে আলো - ভারতবর্ষ পত্রিকায়

৮. কাশীনাথ - সাহিত্য পত্রিকায়

৯. আলো ছায়া - যমুনা পত্রিকায়

১০. মন্দির - কুন্তলীন পত্রিকায়

১১. বোঝা - যমুনা পত্রিকায়

১২. অনুপমার প্রেম - সাহিত্য পত্রিকায়

১৩. ছবি - আগমণী পত্রিকায়

১৪. বিলাসী - ভারতী পত্রিকায়

১৫. মামলার ফল - পার্বণী পত্রিকায়

১৬. হরিলক্ষ্মী - বসুমতী পত্রিকায়

১৭. মহেশ - বঙ্গবাণী ও পল্লীশ্রী পত্রিকায়

১৮. অভাগীর স্বর্গ - বঙ্গবাণী পত্রিকায়

১৯. অনুরাধা - ভারতবর্ষ পত্রিকায়।

২০. সতী - বঙ্গবাণী পত্রিকায় ।


♦তথ্যসংগ্রহ -- প্রীতম চক্রবর্তী ♦
(ছাত্র-বর্ধমান বিশ্ববিদ্যালয়,
চন্দননগর,হুগলি।)
♦অ্যাডমিন-- Success বাংলা গ্রুপ♦


Share this